বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন না : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

দেশের আইন অনুযায়ী দণ্ডিত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারে না, সে অনুযায়ী খালেদা জিয়াও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম। তিনি বলেন, আপিল করার পর সাজা স্থগিত হলে কারাগার থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার জন্য সাজা বাতিল হতে হবে। গতকাল খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করে হাই কোর্টের রায় দেওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এ রায়ে সব আপিলকারীর আপিল খারিজ করা হয়েছে। খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে যে রিভিশন দায়ের করা হয়েছিল, সে রিভিশন মঞ্জুর করা হয়েছে এবং খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি তো দণ্ডপ্রাপ্ত। আমাদের দেশের প্রচলিত আইনে দণ্ডপ্রাপ্ত আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। এ দণ্ড পরিবর্তন না হলে এবং তিনি খালাস না পেলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। মাহবুবে আলম বলেন, দুই রকম ব্যাখ্যা আছে, সাজার কার্যকারিতা স্থগিত করা অথবা সাজা বাতিল করা। এ ক্ষেত্রে আমার অভিমত হলো, কারও বিরুদ্ধে যদি সাজা হয়ে থাকে, তাহলে তার সাজা বাতিল করতে হবে। সাময়িক স্থগিত করে নির্বাচন করা যাবে না বলে আমি মনে করি। যদি আপিল বিচারাধীন থাকে তাহলে কী হবে, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল পেন্ডিং থাকলেও লাভ হবে না। স্থগিত হলে জেল থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু তা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নয়। পলাতকদের বিষয়ে তিনি বলেন, যারা পলাতক আছেন, তারা আপিল করেননি। তাদের বিষয়ে হাই কোর্টের বলার অবকাশ নেই। যারা সামনে আছে, তাদের প্রসঙ্গে হাই কোর্ট বলতে পারবে। হাই কোর্ট থেকে বাতিল না করা পর্যন্ত পলাতকদের সাজা বহাল থাকবে নিশ্চয়। খালেদা জিয়ার আইনজীবীদের উপস্থিত না থাকার বিষয়ে মাহবুবে আলম বলেন, এটা তাদের ইচ্ছা। গত চার মাস সব ধরনের সুযোগ আদালত দিয়েছিল। এমন সুযোগ নজিরবিহীন। আজও আদালতে তাদের প্রতিনিধি ছিলেন।

সর্বশেষ খবর