বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আজ সুপ্রিম কোর্ট বর্জন করবেন বিএনপিপন্থি আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাই কোর্টে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীরা আজ বুধবার উচ্চ আদালত বর্জন করবেন। গতকাল খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করে হাই কোর্টের রায় আসার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ব্যানারে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পরে এই কর্মসূচিতে সমর্থন দেয় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। রায়ের পর আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ করতেও দেখা গেছে। সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন ঘোষণা করেন, বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসনের সাজা বাড়ানোর প্রতিবাদে বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগে আদালত বর্জন করা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন অভিযোগ করেন, সংশ্লিষ্ট হাই কোর্টে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ছাড়া কোনো সাধারণ আইনজীবীকে ঢুকতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কর্তৃত্বকে নজিরবিহীন বলে বর্ণনা করে তিনি বলেন, এখন বিচার বিভাগের ওপর মানুষের আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই কারণে সাধারণ আইনজীবীরা, দেশের মানুষ দেশের সর্বোচ্চ আদালতের প্রতিনিধিদের দিকে তাকিয়ে আছে। তারা মনে করে এ প্রতিনিধিরা তাদের জন্য কিছুটা হলেও প্রতিকার করবে। তিনি বলেন, তারই পরিপ্রেক্ষিতে বর্জন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য এবং এরকম একটি বেআইনি রায়ের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বারের ১৪ সদস্যের কমিটিতেও ১২ পদে রয়েছে বিএনপি সমর্থিতরা। বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আদালত বর্জনের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। সংগঠনটির মুখপাত্র একেএম এহসানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা পুনরুদ্ধারের দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কর্মসূচির প্রতি আমরা সমর্থন জানিয়েছি।

 

সর্বশেষ খবর