বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সংবিধানের মধ্যেই দাবি মানা সম্ভব

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের মধ্যেই দাবি মানা সম্ভব

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। তিনি হয়তো আমাদের বলবেন সংবিধান অনুযায়ী আলোচনা হবে, নির্বাচনও হবে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, সংবিধানের মধ্যে থেকেই জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নেওয়া সম্ভব, কোনো অসুবিধা নেই। জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নিতে হবে। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না। আমাদের সঙ্গে ছলচাতুরী করে লাভ হবে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, প্রতিশোধ নিতে চাই না। গতকাল রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ ভবনে মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নাগরিক ঐক্যে যোগদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর প্রায় ১০০ নেতা-কর্মী নিয়ে নাগরিক ঐক্যে যোগ দিয়েছেন। এ সময় মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য মমিনুল ইসলাম, আতিকুর রহমান, শহীদুল্লাহ কায়সার প্রমুখ বক্তব্য দেন। মান্না বলেন, পরিবহন ধর্মঘটে অ্যাম্বুলেন্স আটকে থাকায় ৭ বছরের এক শিশু মারা গেল, শেয়ার কেলেঙ্কারি হলো তাতে কোনো মামলা হলো না। অথচ ২ কোটি টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলো।

সর্বশেষ খবর