বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির মানববন্ধন বিক্ষোভ, গ্রেফতার

খালেদাকে আটকে আলোচনা সফল হবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মানববন্ধন বিক্ষোভ, গ্রেফতার

জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল মানববন্ধনে বিএনপি নেতা-কর্মীরা —বাংলাদেশ প্রতিদিন

কারাবন্দী বেগম খালেদা জিয়ার দুই মামলার সাজা বাতিল ও তার মুক্তি দাবিতে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। রাজধানীসহ সারা দেশে শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীতেই শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ ২০ জনকে আটক করা হয়েছে। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার একদিকে সংলাপের প্রস্তাব করছে, অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করেছে। এই দুটি বিষয় সাংঘর্ষিক। এটি কখনই গণতান্ত্রিক কোনো আচরণের প্রতিফলন ঘটায় না। সংলাপের বিষয়ে আন্তরিকতা প্রমাণ করে না। দেশনেত্রীকে কারাগারে রেখে কোনো সংলাপ বা নির্বাচন কখনই ফলপ্রসূ হবে না। দেশনেত্রীর মুক্তি না হলে কোনো নির্বাচন অর্থবহ হবে না। সাত দফা দাবির পুরোটাই মেনে নিতে হবে।’ জনগণের ভোটাধিকার ফিরে পেতে চলমান আন্দোলন সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

কারাবন্দী খালেদা জিয়ার দুই মামলার সাজা বাতিলের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বেলা ১১টা থেকে এক ঘণ্টার মানববন্ধন করে বিএনপি। তোপখানা রোড থেকে শুরু করে কদম ফোয়ারা পর্যন্ত সড়কের একদিকে হাজারো নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। পুরো মানববন্ধন রূপ নেয় সমাবেশে। এ সময় নেতা-কর্মীদের হাতে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় বাতিলের দাবি-সংবলিত ব্যানার-প্লাকার্ড দেখা যায়। ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ফরমায়েশি রায় মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দিয়ে তারা পুরো এলাকা সরব করে রাখেন। সংলাপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সাত দফা দাবি পুরোটাই মেনে নিতে হবে। সবার আগে সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। জনগণের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে হবে। ইভিএম দেওয়া চলবে না। সবার আগে শর্ত হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তার মুক্তি না হলে কোনো নির্বাচনই অর্থবহ হবে না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রমুখ। বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে অতিরিক্তি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, মানববন্ধন শেষ হওয়ার পরপরই শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আমীর হোসেন মাস্টার, মো. রিপন, মাহবুবুর রহমান দিপু, মোস্তফা সরকারসহ অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মানববন্ধন কর্মসূচিতে বাধা দিলে কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপির শতাধিক কর্মীকে গ্রেফতার করে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : বরিশালে পুলিশের বাধা ও ধাওয়া খেয়ে বিপুলসংখ্যক কর্মী চলে যাওয়ার পর মানববন্ধন করেছেন বিএনপির কয়েকজন নেতা। মানববন্ধনে অংশ নিতে সকাল ৯টার দিকে নেতা-কর্মীরা অশ্বিনী কুমার হলের সামনে আসতে থাকেন। কিন্তু এর আগেই অশ্বিনী কুমার হল এবং বিএনপি কার্যালয় ঘেরাও করে রাখে বিপুলসংখ্যক পুলিশ। পুলিশের বেষ্টনী ভেদ করে অনেক নেতা-কর্মী মানববন্ধনে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ দফায় দফায় ধাওয়া করে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিপুল নেতা-কর্মী মানববন্ধনস্থলে পৌঁছলে পুলিশ পেছন থেকে জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ পাঁচজনকে আটক করে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, আ ক ন কুদ্দুসুর রহমান, এবায়দুল হক চাঁন, সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ। জেলা ছাত্রদল সভাপতি মিঠু ছাড়াও মানববন্ধন থেকে আটক অপর চার ছাত্রদল কর্মী হলেন ওবায়দুল ইসলাম শাওন, মো. মোর্শেদ, নাইমুল হাসান প্রিন্স ও বাসিত হোসেন রিমন। নাটোর : দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় সাজা ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে পুলিশের বাধা উপক্ষো করে মানববন্ধন করেছে বিএনপি। গতকাল দলীয় কার্যালয়ের সামনে উপশহর রোডের একধারে হাতে হাত ধরে ব্যানার নিয়ে দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিলেও নেতা কর্মীরা ব্যানার ছাড়াই সেখানে বেশ কিছু সময় মানববন্ধনে অংশ নিয়ে দাঁড়িয়ে থাকেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সদর থানা বিএনপির সভাপতি মো. রহিম নেওয়াজ এবং বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম। সিলেট : দুই মামলায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।’ খুলনা : দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দণ্ড ঘোষণার প্রতিবাদে খুলনায় মানববন্ধনে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি নেতা মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, জলিল খান কালাম, শাহজালাল বাবলু, রেহেনা আক্তার, স ম আবদুর রহমান, ফখরুল আলম, মাহবুব কায়সার, এস এম আসাদুজ্জামান মুরাদ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া : দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার  প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বরগুনা : দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় বরগুনা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর : দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর বিএনপি। গতকাল সকালে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নরসিংদী : দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার বগুড়া : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় সাজা ঘোষণার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বগুড়া জেলা বিএনপি মানববন্ধন করেছে। শহরের নবাববাড়ী রোডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, জানে আলম খোকা, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, সহিদ উন নবী সালাম, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু, আবু হাসান, খাদেমুল ইসলাম, ফারুকুল ইসলাম, মাহমুদ শরীফ মিঠু, মাজেদুর রহমান জুয়েল, আবু জাফর জেমস, আবদুল মোমিন প্রমুখ।

সর্বশেষ খবর