শিরোনাম
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বি চৌধুরী ২ ও এরশাদের সঙ্গে ৫ নভেম্বর সংলাপ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গণভবনে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশকে। বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সংলাপের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী সাড়া দেন। এদিকে জাতীয় পার্টিকে আগামী ৫ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এইচ এম এরশাদের হাতে এই পত্র পৌঁছে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এর আগে গতকাল সকালে সংলাপের আগ্রহের কথা জানিয়ে জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন। গতকাল সকালে জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পৌঁছে দেন। সংলাপের চিঠির বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরাও আলাপ-আলোচনার প্রয়োজনীয়তা বোধ করছি। সম্মিলিত জাতীয় জোটের পক্ষে সংলাপের আহ্বান জানিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর