শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জনগণ এখন তাকিয়ে ভবিষ্যতের দিকে

অধ্যাপক এস এম এ ফায়েজ

জনগণ এখন তাকিয়ে ভবিষ্যতের দিকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ বলেন, এ সংলাপের ভবিষ্যতের দিকে জনগণ তাকিয়ে আছে। আশা করছি এ আলোচনা থেকে আশানুরূপ কিছু বেরিয়ে আসবে। নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় তাহলে ম্লান হবে সরকারের সব অর্জন। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন এখন সবার দাবি। তাই এটা সঠিকভাবে সম্পাদন করা সরকারের দায়িত্ব। কোনোভাবে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সরকারের ওপর এর দায় চাপবে। আমার বিশ্বাস সঠিকভাবে তাদের দায়িত্ব সম্পন্ন করতে পারবে। সাবেক এই উপাচার্য বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনায় বসার প্রস্তাব বিষয়টি আশাব্যঞ্জক। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে সাড়া দেওয়ায় রাজনীতিতে এখন সুবাতাস বইছে। সংলাপের এ দিকটিকে আমাদের ইতিবাচক হিসেবে দেখতে হবে।

সর্বশেষ খবর