শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংলাপে সমাধানের পথ খোলে

মুহাম্মদ ছহুল হোসাইন

সংলাপে সমাধানের পথ খোলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সংলাপকে ইতিবাচকভাবে দেখছেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। সংলাপকে স্বাগত জানিয়ে সাবেক এই নির্বাচন কমিশনার  বলেন, সংলাপ অত্যন্ত ইতিবাচক। রাজনৈতিক অঙ্গনে এটা ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারসহ সবাই চায়, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। তাই আলোচনা বা সংলাপে সমস্যা সমাধানের পথ খোলে। অবস্থার উন্নতি হয়। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের জন্য সব চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করে দেওয়া। এ জন্য নির্বাচন কমিশন যা যা দরকার তাই করবে বলে আশাপ্রকাশ করেন তিনি। এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কঠোরভাবে আইনের প্রয়োগ করবে বলেও মনে করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ইভিএম ব্যবহারের আইন হয়েছে। এটা দরকার ছিল। আমরা ইভিএমে প্রথম ভোটগ্রহণ শুরু করেছিলাম। আর সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা উচিত। তিনি বলেন, ইভিএমে ভোট হলে কোনো কারচুপি হবে না। আর সংসদ নির্বাচনে এলিট এলাকায় মূলত ইভিএম ব্যবহার করা যেতে পারে। সেই সঙ্গে ইভিএম ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার কথাও বলেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর