শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফলাফল পেতে আরও অপেক্ষা করতে হবে

মহিউদ্দিন আহমদ

ফলাফল পেতে আরও অপেক্ষা করতে হবে

বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সংলাপের দাবি জানানো হচ্ছিল দীর্ঘদিন ধরেই। এতদিন এটাকে উপেক্ষা করা হয়েছে। হুট করে যে প্রধানমন্ত্রী রাজি হয়ে গেলেন এটা চমক। চমক হলেও এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি। কারণ এতে অন্তত তিনি আলোচনার দরজাটি বন্ধ করেননি। তবে সংলাপের ফলাফলের জন্য জনগণকে আরও অপেক্ষা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমদ। মহিউদ্দিন আহমদ আরও বলেন, সংলাপটি কিন্তু হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে, বিএনপির সঙ্গে নয়। আর এর মধ্যে বিএনপিতে একটা গুণগত পরিবর্তন হয়ে গেছে। এটা খালেদা জিয়া এবং তারেক রহমানবিহীন বিএনপি। এই বিএনপি সম্ভবত আওয়ামী লীগের কাছে আগের তুলনায় বেশি গ্রহণযোগ্য। সুতরাং এই পরিবর্তনটাকেও আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। নির্বাচনের বিষয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সাত দফা বা নির্বাচনে যাওয়ার যে শর্ত দেওয়া হয়েছে তাতে তারা কী বলতে চাচ্ছেন সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এর পরিপ্রেক্ষিতে ১৪-দলীয় জোট, আওয়ামী লীগ অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জবাব কী হবে সেটা তো আমরা জানি না। সেটা পরবর্তীতে আমরা জানতে পারব। তবে একটা ভালো নির্বাচনের স্বার্থে সবাইকেই নমনীয় হতে হবে। এখানে গোঁয়ার্তুমির কোনো জায়গা নেই।

সর্বশেষ খবর