শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংবিধানকেই কেন্দ্রে রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক

সংবিধানকেই কেন্দ্রে রাখতে হবে

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

দীর্ঘদিন পর রাজনীতিতে অবিশ্বাসের দেয়াল ভেঙে সরকারি ও বিরোধী দলগুলো আলোচনার টেবিলে বসেছে। সংলাপ  রাজনীতির ইতিবাচক দিক। তবে সব দলেরই উচিত হবে সংবিধানকে কেন্দ্রে রেখে আলোচনা করা। সংলাপকে অর্থবহ করতে অংশগ্রহণমূলক মতামতের ভিত্তিতে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ মন্তব্য করেন। তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বিরোধী দলের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়ে রাজনীতিতে অবিশ্বাসের সূত্রপাত ঘটিয়েছিল বিএনপি-জামায়াত। এতে করে রাজনীতিতে যে স্থায়ী ক্ষত তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। এ জন্য আওয়ামী লীগ দীর্ঘদিন বিএনপিকে বিশ্বাস করতে পারেনি। সেই প্রেক্ষাপট থেকে এ সংলাপে বসা অবিশ্বাসের বরফ গলার বার্তা দেয়। রাজনৈতিক দলের আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘সংবিধানকে কেন্দ্রে রেখে সবাইকে আলোচনা করতে হবে। আলোচনায় বসলে কিছু না কিছু অগ্রগতি আসবেই। আমাদের সবার প্রত্যাশা অর্থবহ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে সফলতা পাবে এই সংলাপ।’

সর্বশেষ খবর