শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নেতাদের নিয়ে গণভবনে যাব চা খেতে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নেতাদের নিয়ে গণভবনে যাব চা খেতে

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘সংবিধান মতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো মানা সম্ভব নয়। এতগুলো লোক নিয়ে কখনই সংলাপ সফল হয় না। এই সংলাপ ফলপ্রসূ হবে না, তারা শেখ হাসিনার পদত্যাগ চান, সংসদ ভেঙে দিতে চান— এসব কোনো দাবিই মেনে নেওয়া সম্ভব নয়। ফলে সংলাপ ব্যর্থতায় পর্যবষিত হবে বলে মন্তব্য করেন তিনি।’ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য চিঠি দিয়েছিলাম, আমাকে ৫ নভেম্বর বঙ্গভবনে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আমার দলের নেতাদের নিয়ে যাব সংলাপ করতে নয়, চা খেতে। পরে আমি এককভাবে দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথা বলব। কারণ ২১ জন নেতা নিয়ে সব কথা বলা সম্ভব নয়। তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘নেতৃত্বহীন বিএনপির অবস্থা এখন খুবই খারাপ। সাত দফা আদায় না হলে শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি।’ জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমরা নির্বাচন করব। প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্রস্তুতিও আছে।’ এ সময় তিনি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে বলেন, ‘আমরা শুরু থেকেই ইভিএম ব্যবহারের পক্ষে ছিলাম না। এটার ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষ এখনো তেমনভাবে কিছুই জানেন না।’ এটা ব্যবহারের মাধ্যমে ভোট কারচুপির আশঙ্কা থাকে। তাই ইভিএম ব্যবহারের পক্ষে আমরা নেই। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সুন্দরগঞ্জের এমপি ব্যারিস্টার শামীম হায়দার, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ফখরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, মহানগর জাপার সাধারণ সম্পাদক ইয়াসির আহাম্মেদ প্রমুখ।

সর্বশেষ খবর