শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সংলাপ নিয়ে যা বললেন নেতারা

খালেদার মুক্তি চেয়েছি কোনো আশ্বাস পাইনি

------- জমির উদ্দিন সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়ার কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ায় তফসিলের আগেই বেগম জিয়ার মুক্তি সম্ভব। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। কিন্তু কোনো আশ্বাস পাইনি। সংলাপে যাওয়ায় তেমন কোনো ফলাফল আমরা পাইনি। শুধু সভা-সমাবেশ করার ব্যাপারে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তবে এটা বাস্তবে কতটুকু  কার্যকর হবে তা এখনই বলা যাচ্ছে না।’ গতকাল দুপুরে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি বলেন, ‘সংলাপে আমরা বিরোধী দলের নেতা-কর্মীদের মামলার বিষয়টি তুলে ধরেছি। শুধু রাজনৈতিক বিবেচনায় গায়েবি মামলা দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী মামলার তালিকা চেয়েছেন। কিন্তু লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা পাঠানো ও তিনি তা দেখে আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করতে করতে নির্বাচনের সময় চলে যাবে।’ সাবেক এই স্পিকার বলেন, ‘আমি তিনটি পয়েন্টে বক্তব্য দিয়েছি। প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছি, বেগম খালেদা জিয়াকে ছেড়ে দেন। বিরোধী রাজনৈতিক দলকে সক্রিয় হতে দেন। পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন, একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জেল হলেও বেগম জিয়াকে আইনি প্রক্রিয়ায় কীভাবে বের করতে হবে তা নিয়ে আইনমন্ত্রী, আইন বিশেষজ্ঞ ও আমি বসব। তাকে ছেড়ে দেওয়ার আইনি স্কোপও আছে। সুষ্ঠু নির্বাচন চাইলে উনাকে ছাড়তে হবে। বেগম জিয়াকে কারাগারে রেখে সুষ্ঠু ভোট হবে না। এর কোনো সুস্পষ্ট আশ্বাস মেলেনি।’ তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী বলেছেন, সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন হয়েছে। সেখানে তো আমার লোক একজন রয়েছে। আপনাদেরও একজন আছেন। এ ছাড়া নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। এ নিয়ে এখন আর বলার কিছু নেই।’

সর্বশেষ খবর