শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সংলাপ নিয়ে যা বললেন নেতারা

ঐক্যফ্রন্টের নেতাদেরই সিদ্ধান্ত নিতে হবে

------ হাসানুল হক ইনু

নিজামুল হক বিপুল

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় নিয়ে ধৈর্য ধরে সবার কথা শুনেছেন। তিনি ইতিবাচক সমাধান চান। এখন ঐক্যফ্রন্টের নেতাদেরই ঠিক করতে হবে, তারা সংলাপটা সমাধানের জন্য করেছেন কি না, তারা সংলাপটাকে অর্থবহ করতে চান কি না। নাকি নির্বাচনকে জিম্মি করে পরিস্থিতি উত্তপ্ত করতে সংলাপকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চান? এটা তাদেরই ঠিক করতে হবে। গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সরকার এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে অনুষ্ঠিত সংলাপের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়ায় নিজ নির্বাচনী এলাকায় অবস্থানরত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেখান থেকে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে সংলাপ নিয়ে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের জন্য ত্বরিৎ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ধৈর্যসহকারে সবার কথা শুনেছেন। এখন ঐক্যফ্রন্টের নেতাদের সিদ্ধান্ত নিতে হবে। তারা নির্বাচন করার জন্য সংলাপটা করেছেন, নাকি নির্বাচন বানচাল করার জন্য, দেশে একটা অস্বাভাবিক সরকার আনার জন্য, খালেদা জিয়া ও তারেক রহমানসহ চিহ্নিত ও স্বীকৃত অপরাধীদের মুক্ত করার জন্য এই সংলাপে বসেছেন। এটা ঐক্যফ্রন্টের নেতাদেরই বলতে হবে, তাদেরই ঠিত করতে হবে।

সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আন্তরিক।

 তথ্যমন্ত্রী বলেন, যারা ঐক্যফ্রন্টের নেতা তাদের অতীত রেকর্ড অনুযায়ী বহু গ্রহণযোগ্য সমাধানে অংশগ্রহণ না করে তারা সচেতনভাবে দেশকে সংঘর্ষমূলক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিলেন। ঘোষণা দিয়ে রাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন। তিনি বলেন, তাদের এই অতীত রেকর্ড থেকেই আমার সন্দেহ, তারা নির্বাচনকে জিম্মি করে নির্বাচনকে বানচালের জন্য সংলাপকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছেন। জাসদ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সংলাপে বসতে আন্তরিক।

সর্বশেষ খবর