শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সংলাপ নিয়ে যা বললেন নেতারা

বাস্তবায়ন হবেই সাত দফা

-------- সুলতান মোহাম্মদ মনসুর

নিজস্ব প্রতিবেদক

আজ হোক কাল হোক জনগণের সাত দফা দাবি বাস্তবায়ন হবেই বলে মনে করেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষে ওই প্রতিনিধি দলে থাকা সুলতান মনসুর এ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই নেতা বলেন, ‘আমি সব সময় আশাবাদী মানুষ। জনগণের আশা-আকাঙ্ক্ষার পক্ষে আমরা আছি। জনগণের বিজয় হবেই ইনশা আল্লাহ। সাত দফা করা হয়েছে জনগণের চাহিদা সামনে রেখেই। আজ হোক কাল হোক এ দাবি বাস্তবায়ন হবেই।’ গতকাল দুপুরে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মনসুর নিজের আশাবাদের কথা জানান। তিনি বলেন, ‘সাত দফা দাবি আমাদের ব্যক্তিগত নয়, এটা জনগণের। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা এ সাত দফা। সুতরাং এ দাবির পক্ষে আমি সব সময়ই আছি, থাকব।’ তিনি বলেন, ‘সংলাপে প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকাসহ সারা দেশে সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচির ওপর কোনো বাধা থাকবে না। রাজনৈতিক দলসমূহ যেখানে সভা করতে চাইবে সেখানে কোনো বাধা দেবে না। রাজনৈতিক মামলা সম্পর্কে তিনি বলেছেন, রাজনৈতিক নেতা-কর্মীদের মামলা ও গায়েবি মামলার তালিকা আপনারা দেন। অবশ্যই বিবেচনা করা হবে, যাতে কেউ হয়রানি না হয়।’ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেন, ‘উত্থাপিত দাবি-দাওয়া নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী বলেছেন। সরকার চাইলে আমরা আবার বসব। কারণ, আমরা চাই মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন। দুই পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে মনে করি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর