শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংলাপে আশার মুকুল ঝরে গেছে

নিজস্ব প্রতিবেদক

সংলাপে আশার মুকুল ঝরে গেছে

বিএনপি বলছে, সংলাপের উদ্যোগে যে আশার সঞ্চার হয়েছিল, ক্ষমতাসীনদের অনড় অবস্থানের কারণে তা ফিকে হতে শুরু করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারি জোটের সংলাপে সরকারের যে একগুঁয়ে মনোভাব, তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ধরনের অশনিসংকেত। সংলাপে মানুষের মনে যে আশাবাদ জেগে উঠেছিল, সংলাপ শেষে সেই আশার মুকুল ঝরতে শুরু করেছে।’ গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ মন্তব্য করেন। এ সময় বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আবেদ রাজা, সাইফুল ইসলাম পটু প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী বলেন, ‘সাত দফা দাবির প্রতি সাড়া না দেওয়ায় আওয়ামী অনড়তায় সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি তিমিরাচ্ছন্ন হলো।’ সরকার অনমনীয় মনোভাব দেখাতে থাকলে সাত দফা দাবি ‘রাজপথেই আদায় করতে হবে’ মন্তব্য করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, ‘সরকারের যদি বোধোদয় হয়, যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিকতা থাকে, যদি দেশকে বিভেদ ও বিভাজনের দিকে তারা ঠেলে না দেন তাহলে আবার তারা বসবেন। বসে এমন একটা ঐকমত্য তৈরি করবেন, যেখানে ভোটাররা ভোট  কেন্দ্রে নির্ভয়ে যেতে পারবে এবং অবশ্যই সেটা নির্দলীয় সরকারের অধীনে হবে। অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে— এ ব্যাপারে আমরা আপসহীন।’  তিনি অভিযোগ করেন, ‘সংলাপের পরও বিরোধী দলের নেতা-কর্মীদের  গ্রেফতার বন্ধ হয়নি।

বৃহস্পতিবার রাতে সংলাপ শেষ হওয়ার পরপরই টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি সালেহ মোহাম্মদ ইথেনকে  গ্রেফতার করা হয়েছে।

সারা দেশেই কমবেশি গ্রেফতার হচ্ছে।’

সর্বশেষ খবর