রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে

বদিউল আলম মজুমদার

সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে

সংলাপের মাধ্যমে আসন্ন নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য প্রয়োজন সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা। দুই পক্ষের এ ধরনের মানসিকতা ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়। তখন নির্বাচনের পরিবেশ তৈরিও সম্ভব হবে না। আর তেমন কোনো সদিচ্ছার প্রতিফলন দেখছেন না রাজনৈতিক বিশ্লেষক ও সুশাসনের জন্য নাগরিক—সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সুজন সম্পাদক বলেন, চলমান সংলাপকে আমি সংলাপ না বলে আলোচনা বলতে চাই। কারণ সংলাপ হয় নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। কিন্তু এখানে আসলে কী হচ্ছে বলা মুশকিল। বিরোধী পক্ষের সঙ্গে সরকারের এ সংলাপ অর্থবহ কিছু বয়ে আনবে বলে মনে হয়নি। প্রধানমন্ত্রী সভা-সমাবেশ করতে দেবেন বলেছেন। এ অধিকার তো প্রধানমন্ত্রীর দেওয়ার কোনো বিষয় নয়। এটি সংবিধানমতে একজন নাগরিকের মৌলিক অধিকার। ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান সময়ে সব থেকে বড় যে দাবি, সেটি হলো ভোটাধিকার নিশ্চিত করা। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ আচরণ না করে, ইসি যদি পক্ষপাতহীন আচরণ না করে, আর সংসদ বহাল রেখে নির্বাচন হয় তাহলে তো সব দলের জন্য সমতল ক্ষেত্র প্রস্তুত হবে না। তাহলে সংলাপে যা হচ্ছে তা পণ্ডশ্রম। বদিউল আলম মজুমদার বলেন, সংলাপের পাশাপাশি নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তফসিল  ঘোষণার ক্ষেত্রে তাড়াহুড়া না করে তাদের সময় নেওয়া উচিত। কারণ, রাজনৈতিক দলগুলো যা করছে তা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করার জন্যই। নির্বাচন কমিশনের তাই অনেক কিছু করার আছে। পুনরায় সরকার যে সংলাপের কথা বলছে তাতে কিছুটা আশা থাকছে উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, পরবর্তীতে ক্ষুদ্রপরিসরে ইস্যুভিত্তিক আলোচনা হতে পারে। সেখানে রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় আসবে বলে আশা করছি।

সর্বশেষ খবর