রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফের সংলাপে বসতে আজ চিঠি দিচ্ছে ঐক্যফ্রন্ট

তফসিল পেছাতে ইসিকে চিঠি ড. কামালের

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সকালে এ চিঠি আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে পাঠানো হবে। গত রাতে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুখপাত্র করা হয়। এ ছাড়া আগামীকাল স্টিয়ারিং কমিটির নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে বসবেন। আজ নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তারা। এর মধ্যে তফসিল ঘোষণা করলে ৬ নভেম্বর জনসভা থেকে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক হয়। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে স্টিয়ারিং কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম আবদুর রব, আবদুল মালেক রতন, মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডা. জাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মির্জা ফখরুল গণমাধ্যমকে বলেন, ১ নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ হয়েছিল জাতীয় ঐক্যফ্রন্টের। সেই সংলাপে সাত দফা দাবির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে সীমিত পরিসরে আরও আলোচনা হতে পারে উল্লেখ করা হয়েছিল। যেহেতু প্রধানমন্ত্রী বলেছিলেন, সংলাপ অব্যাহত থাকবে, স্বল্প পরিসরে আলোচনা হতে পারে, সেই পরিপ্রেক্ষিতে চিঠি পাঠানো হচ্ছে। সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা যাতে না করে এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে। সে বিষয়টি এই চিঠিতে উল্লেখ থাকবে। বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করব ভবিষ্যতে সংলাপের ক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে আলোচনা হবে। আমরা মনে করি, বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে এ বিষয়গুলো বিবেচনা করা হবে।’

এখনই নির্বাচনের তফসিল নয় : রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন গতকাল প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে এ চিঠি দেন। বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দফতরে চিঠি পৌঁছে দেন গণফোরামের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক। ওই সময় সিইসির সভাপতিত্বে ইসির সভা চলছিল। ড. কামাল চিঠিতে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, ৮ নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আবারও সংলাপের বিষয়টি বিবেচনায় রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সংলাপে বসার ব্যাপারে ইচ্ছুক। এ প্রেক্ষাপটে আমরা মনে করি যে, নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়া। বিশেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ইসির অপেক্ষা করাই শ্রেয়। চিঠিতে সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণার তারিখ নির্ধারনের জন্য ইসিকে অনুরোধ জানান কামাল হোসেন। ওই চিঠিতে তিনি আরও বলেন, তফসিল ঘোষণার দিনক্ষণ নির্ধারণে আপনাদের এমন অপেক্ষা রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ইসির প্রতি আস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর