রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মেয়েদের ফুটবলে একের পর এক সাফল্য আসছেই। সাফ জয়ের পর তারা সফল হতে ছুটছে এশিয়ান পর্যায়েও। অন্যদিকে ছেলেদের ফুটবলে দীর্ঘদিন থেকে কোনো সুখবর নেই। এমনকি বয়সভিত্তিক পর্যায়েও ছেলেরা অন্ধকারেই হাঁটছে। অবশেষে আলোর দেখা মিলল। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দীর্ঘদিনের জয়খরা দূর করল বাংলাদেশের কিশোররা। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে চরম উত্তেজনাপূর্ণ এক ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয় ফাইনাল। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনোয়ার পারভেজের শিষ্যরা। একটা ফাইনালে যেসব উপাদান থাকলে দর্শকরা সর্বোচ্চ বিনোদন পান, তার সবই ছিল আনফা কমপ্লেক্সে। প্রথমার্ধেই পাকিস্তানি ফুটবলার হাসিবের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে মহিবুল্লাহর গোলে সমতায় ফিরে পাকিস্তান। এর মধ্যে দুর্দান্ত সব আক্রমণ করে দুই দলই। একের পর এক আক্রমণ প্রতি আক্রমণে দর্শকরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে। ম্যাচ ড্র হওয়ায় দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বেড়ে যায় বহুগুণে। বিশেষ করে ম্যাচের যোগ করা সময়ে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমাকে উঠিয়ে মেহেদীকে মাঠে নামিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেন কোচ আনোয়ার পারভেজ। তুরুপের তাস ফেলেই খেলাটা জিতে নেন তিনি। মেহেদী হাসান টাইব্রেকারে প্রথম, দ্বিতীয় ও শেষ স্পট কিক ফিরিয়ে ম্যাচের নায়ক বনে যান। বাংলাদেশের পক্ষে টাইব্রেকারে তিনটি গোল করেন হৃদয়, রাজা আনসারি এবং রুস্তম। রাজন ও রবিউল গোল মিস করলেও তা পুষিয়ে দেন গোলরক্ষক মেহেদী। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অন্ধকার কাটিয়ে আলোর পথে ছুটতে শুরু করল বাংলাদেশের ফুটবল। দারুণ এই জয়ের পর দলের সবাইকে কৃতিত্ব দিলেন কোচ আনোয়ার পারভেজ। পাশাপাশি তিনি সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন বলে জানিয়েছেন এক অডিও বার্তায়।

সর্বশেষ খবর