রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কাজের ফাঁকে ১৫ মিনিট ব্যায়াম করুন

প্রতিদিন ডেস্ক

কাজের ফাঁকে ১৫ মিনিট ব্যায়াম করুন

মাহাথির বিন মোহাম্মদ। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে সমাদৃত। এ ছাড়া নানা সময় নানা উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি জনগণেরও হৃদয় জয় করেছেন তিনি। এবার অফিসের কাজ বন্ধ রেখে প্রতিদিন ১৫ মিনিট ব্যায়াম করার আহ্বান জানিয়ে শিরোনামে এসেছেন মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী। গতকাল সরকারি ও ব্যক্তি খাতের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মাহাথির মোহাম্মদ বলেন, সবার উচিত সকাল ১১টায় কাজ বন্ধ করে দেওয়া এবং হালকা ব্যায়াম করা। ১৫ মিনিট ব্যায়াম করার পরে সবাইকে আবার কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মাহাথির বলেন, ‘পারলে এয়ারকন্ডিশন রুম থেকে বেরিয়ে এসে ব্যায়াম করুন। তবে সবাই একসঙ্গে বেরিয়ে পড়বেন না, গ্রুপ গ্রুপ করে বের হন।’ তবে ব্যায়ামের পর কফি খাওয়া বা খোশ গল্পে মেতে উঠতে নিষেধ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির। তার মতে, এটি করলে ব্যায়াম কোনো কাজে আসবে না। সক্রিয় জীবন-যাপন করতে হাঁটার ওপরও জোর দেন তিনি। বর্তমান সময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই একটানা কাজ করতে থাকে। এটিকে ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেন মাহাথির। ‘দীর্ঘ সময় ধরে কোনো পেশি ব্যবহৃত না হলে সেটি দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ জীবন লাভ করতে চাইলে আমাদেরকে অবশ্যই অ্যাকটিভ থাকতে হবে।’ মাহাথিরের পরামর্শ হলো, কয়েক মিনিটের জন্য হলেও শরীরকে নাড়াতে হবে। এক্ষেত্রে হাঁটা একটা কার্যকর উপায়। ফাস্ট ফুড খাওয়া কমানোর কথাও বলেন মাহাথির। দীর্ঘ জীবনের জন্য ধূমপান ও অ্যালকোহল না নেওয়ার  ওপর জোর দেন ৯৩ বছর বয়সী মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভুঁড়ি খুব বেশি বড় হয়ে গেলে হতাশ হবেন না। প্রতিদিন হাঁটা চালিয়ে যান। তবে একা একা হাঁটলে বিরক্তি আসতে পারে। তাই দল   তৈরি করুন।’

সর্বশেষ খবর