মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রেকর্ড গড়ে জিততে হবে

মেজবাহ্-উল-হক

রেকর্ড গড়ে জিততে হবে

সিলেট টেস্টে দুই ইনিংসে তাইজুল একাই নিলেন ১১ উইকেট। গতকাল তাকে ঘিরে হাস্যোজ্জ্বল সতীর্থরা —বাংলাদেশ প্রতিদিন

টেস্ট ক্রিকেটের পরতে পরতে লুকিয়ে থাকে রহস্য! আগের দিন যেখানে হারারের দুশ্চিন্তা মাথায় নিয়ে হোটেলে ফিরেছিল বাংলাদেশ দল, গতকাল সেখানে জয়ের সুখ ভাবনা নিয়ে মাঠ ছাড়লেন টাইগাররা। তবে জিততে হলে গড়তে হবে নতুন রেকর্ড। সিলেট টেস্টে জয়ের জন্য শেষ দুই দিনে বাংলাদেশের দরকার আরও ২৯৫ রান। স্বস্তির বিষয় হচ্ছে, এখনো ১০ উইকেই অক্ষত আছে টাইগারদের। গতকাল বাংলাদেশকে ৩২১ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। টেস্টে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে (২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে)। তবে বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নিউজিল্যান্ডের, ২০০৮ সালে তারা ৩১৭ রান তাড়া করে জিতেছিল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে গেলে তাই একসঙ্গে দুটি রেকর্ড হয়ে যাবে।

গতকাল সকালে সিলেটে বাংলাদেশ দল মাঠে নেমেছিল মহাদুশ্চিন্তা নিয়ে। মাত্র ১৪৩ রানে টাইগাররা গুটিয়ে যাওয়ায় প্রথম ইনিংসেই ১৩৯ রানের বিশাল লিড পেয়েছিল জিম্বাবুয়ে। এর সঙ্গে কাল আর মাত্র ১৮১ রান যোগ করতে পেরেছে সফরকারীরা। জিম্বাবুয়েকে দ্রুত আটকে দেওয়া সম্ভব হয়েছিল তাইজুলের বিধ্বংসী বোলিংয়ের জন্যই। এই স্পিনার দুই ইনিংস মিলে ১৭০ রানে নিয়েছেন ১১ উইকেট। টেস্টে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং ফিগার, মেহেদী হাসান মিরাজ (১২/১৫৯) ও এনামুল হক জুনিয়রের (১২/২০০) পর। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও ঝলক দেখিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও ইমরুল কায়েস। শেষ বিকালে আলোস্বল্পতার জন্য খেলা বন্ধ হওয়ার আগে ১০.১ ওভারে বিনা উইকেটে ২৬ রান করেছে স্বাগতিকরা। সারা দিন ফিল্ডিং করার পর ক্লান্ত-পরিশ্রান্ত শরীরে শেষ বিকালে উইকেট না হারিয়ে এক ঘণ্টা কাটিয়ে দিয়ে দুই ওপেনার যেন একটা শুভ ইঙ্গিত দিয়ে মাঠ ছাড়লেন! যদিও টেস্টের শেষ উইকেট ব্যাটিং করা সবচেয়ে কঠিন কাজ, তা ছাড়া পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে নেই, তবে আজ চতুর্থ দিন বলেই খানিকটা স্বস্তিতে বাংলাদেশ। পঞ্চম দিন হলে হয়তো এমন পরিস্থিতিতে জিম্বাবুয়েই এগিয়ে থাকত। কিন্তু এখন ম্যাচের লাগাম টাইগারদের হাতে। তবে বাইশগজে আজ টাইগার ব্যাটসম্যানদের দিতে হবে ধৈর্যের পরীক্ষা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর