মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : দেবপ্রিয়

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সাড়ে ৩ কোটি ভোটার হলো যুবসমাজ। এর মধ্যে দুই কোটি নতুন ভোটার। তাই আগামী নির্বাচনে যুবসমাজের মতামত খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর যেসব ব্যক্তি ইশতেহার প্রণয়নের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে বৈঠক করবে নাগরিক সমাজ। সে বৈঠক নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। আমরা চাই— রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণায় যুবসমাজের আশা পূরণ করুক। তাদের ভোট প্রদান নিশ্চিত করা হোক। গতকাল সিরডাপ মিলনায়তনে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই নাগরিক সংগঠনটির আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সিপিডির আরেক বিশেষ ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহীন আনাম, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম প্রমুখ। সম্প্রতি অনুষ্ঠিত ‘যুব সম্মেলন ২০১৮ : বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০ তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় সম্মেলনে পাওয়া যুবসমাজের মতামত তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্যদিকে পরিবেশবান্ধব উন্নয়নে জোর দিয়েছেন তরুণরা। দেশের ভিতর যুবসমাজকে মানসম্মত শিক্ষা দিতে হবে। এটা না পেয়ে কর্মসংস্থান ও সামাজিক বৈষম্যের শিকার যুবসমাজ। কর্মসংস্থানের সমস্যা যুবসমাজের বড় সমস্যা। যত বেশি লেখাপড়া করে যে, তত বেশি বেকার থাকে সে। তিনি বলেন, ওই যুব সম্মেলনে উগ্রবাদকে মোকাবিলা করাতে জোর দেওয়ার দাবি তোলা হয়েছে। যুবসমাজকে মুক্তমত ও গণতান্ত্রিক অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এসডিজি বাস্তবায়নের সব পর্যায়ের কমিটিতে যুবসমাজকে রাখতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডে যুবসমাজকে অনৈতিক ও অপব্যবহার না করেন। উগ্রবাদ মোকাবিলা করতে হবে।

ওই সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও পরিবেশবান্ধব উন্নয়নের যে রূপকল্প নিয়ে এসডিজির বৈশ্বিক এজেন্ডার যাত্রা, সেখানে বাংলাদেশের প্রগতিশীল ও অগ্রাভিমুখী রূপান্তর একই সূত্রে গাঁথা। উন্নয়নের অগ্রযাত্রায় কাউকে পেছনে রাখা যাবে না। এই প্রত্যয় অনুপ্রাণিত হয়ে এসডিজির বৈশ্বিক অভীষ্ট বাস্তবায়নে সারা বিশ্বেই আজ তরুণরা বহুমুখী আন্দোলনের মাধ্যমে সক্রিয়। বাংলাদেশের যুবসমাজ নিজেকে এ পরিবর্তনমুখী বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে মনে করে।

সর্বশেষ খবর