বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এই সরকারই নির্বাচনকালীন সরকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিপরিষদই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচনের সময় এ মন্ত্রিসভা ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু অনির্বাচিত যাদের টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়েছিল তাদের বাদ দেওয়া হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন বলে বৈঠকসূত্রে জানা গেছে।

মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মন্ত্রিপরিষদ যেভাবে আছে সেভাবেই থাকবে। সংবিধানে নির্বাচনকালীন সরকার বা নতুন করে মন্ত্রিপরিষদ ছোট করতে হবে এমন কিছু বলা নেই। গতবার আমরা করেছিলাম সব দলকে (সংসদে যাদের প্রতিনিধি ছিল) রাখার জন্য।’ প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রী যারা আছেন তারা থাকবেন না। এ সময় তিনি বর্তমান মন্ত্রিপরিষদে থাকা চারজন টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। বৈঠকসূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক  সরকার বাতিল করে দেওয়ার সময় হাই কোর্টের রায়ে বলা আছে, নির্বাচনের সময় তফসিল ঘোষণার পর সরকারের মন্ত্রিপরিষদে অনির্বাচিত কেউ থাকতে পারবেন না। তাই আইনগত বাধ্যবাধকতার কারণে অনির্বাচিতরা নির্বাচনকালীন মন্ত্রিসভায় থাকছেন না। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রীদের কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা না নেওয়া এবং কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো মন্ত্রী সরকারি কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না। আপনাদের কঠোরভাবে এ আইন মেনে চলতে হবে।’ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সাভার ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল সিটি (ট্যানারি শিল্পনগরী) উদ্বোধন করেছেন। এ সময় তিনি দূষণ রোধে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য ট্যানারি মালিকদের প্রতি আহ্বান জানান। খবর বাসস। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্যানারি শিল্পনগরী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর