বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বি. চৌধুরীর চিঠি

তফসিল না পেছাতে সিইসিকে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বি. চৌধুরীর চিঠি

নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। একই সঙ্গে তিনি নির্বাচনী তফসিল না পেছানোর জন্য অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছেন। নির্বাচনের সময় নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত থাকে বিধায় বিকল্পধারার প্রেসিডেন্ট এ উদ্যোগ নিয়েছেন বলে জানান তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপতি ও সিইসিকে লেখা চিঠি গতকাল বঙ্গভবনের সংশ্লিষ্ট বিভাগে ও নির্বাচন কমিশনে পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। বি. চৌধুরীর চিঠির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গতকালই বৈঠক করেছেন বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে। ১০ সদস্যের যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। বৈঠকে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল না পেছানোর জন্য অনুরোধ জানানো হয়। বৈঠকে সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে শেষে মেজর (অব.) মান্নান সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন পেছানোর কোনো দাবি করিনি। আমরা বলেছি, কোনোভাবেই সংসদে শূন্যতা সৃষ্টি করা যাবে না। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণ তাকিয়ে আছে নির্বাচনের জন্য। নির্বাচন পেছালে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে।’ এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে বি. চৌধুরী লিখেছেন, ‘আমরা যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন নিরপেক্ষকরণের নিমিত্তে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।’ একই সঙ্গে ৭ নভেম্বরের (আজ) মধ্যে সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান বি. চৌধুরী।

সর্বশেষ খবর