শিরোনাম
বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
তরুণদের উদ্দেশে ইউনূস

যাত্রী নয় মহাকাশযানের পাইলট হতে হবে

রুকনুজ্জামান অঞ্জন, উল্ফসবার্গ, জার্মানি থেকে

পৃথিবীকে একটি মহাকাশযান হিসেবে কল্পনা করে এর যাত্রী না হয়ে পাইলট হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি আশঙ্কা করে বলেন, মানবসভ্যতা কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

তিনি আরও বলেছেন, এত চিন্তাভাবনার সময় নেই, বিপর্যয়ের মুখে থাকা এই পৃথিবীকে রক্ষার জন্য যা করতে হবে, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। গতকাল জার্মানির উল্ফসবার্গে সোশ্যাল  বিজনেস একাডেমিয়া কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতি এ আহ্বান জানান বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার প্রবক্তা প্রফেসর ইউনূস। এ সময় তিনি পৃথিবী এবং মানবসভ্যতার জন্য কয়েকটি দিক তুলে ধরে বলেন, বেশ কয়েকটি কারণে মানবসভ্যতা এখন বিপর্যয়ের মুখে প্লাস্টিক, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (রোবট) এবং সম্পদের কেন্দ্রীকরণ মারাত্মক অভিঘাত তৈরি করছে মানুষের বিরুদ্ধে। তিনি বলেন, প্লাস্টিক আমাদের হত্যা করছে। খাদ্য তালিকায় ঢুকে গেছে বিষাক্ত এই পদার্থ। মাছ এবং পশুর পাকস্থলিতেও পাওয়া যাচ্ছে এই মারাত্মক বিষ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবসভ্যতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে প্রফেসর ইউনূস বলেন, রোবটের হাতে পৃথিবীর ভবিষ্যৎ ছেড়ে না দিয়ে মানুষকেই দায়িত্ব নিতে হবে বিশ্ব পরিচালনার। মানবসভ্যতা এই কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এমন আশঙ্কা করে তিনি বলেন, ধ্বংস হয়ে যাওয়ার জন্য মানুষের জন্ম হয়নি, একটি দরিদ্র ও কার্বনমুক্ত পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনার জন্যই মানুষের সৃষ্টি আর এই গুরুদায়িত্ব তরুণদের নিতে হবে বলে প্রফেসর ইউনূস তার বক্তব্যে তুলে ধরেন। বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের সদর দফতর উল্ফসবার্গের অটোস্ট্যাড মিলনায়তনে অনুষ্ঠিত দুদিনব্যাপী এই কনফারেন্সের পর ৮ নভেম্বর শুরু হবে গ্লোবাল সামাজিক ব্যবসার মূল সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব জার্মান-এর প্রধান হ্যান্স রিজ। লামিয়া মোরশেদ বলেন, ২৮টি দেশের ৬৪টি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের তরুণ শিক্ষার্থীরা এই কনফারেন্সে অংশ নিচ্ছে। এই সম্মেলনটি তরুণদের সামাজিক ব্যবসা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় নতুন আইডিয়া তৈরিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর