বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইসিকে রেফারির ভূমিকা পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ইসিকে রেফারির ভূমিকা পালন করতে হবে

সৈয়দ মনজুরুল ইসলাম

আসন্ন নির্বাচন ঘিরে দেশজুড়ে সংলাপ ও তফসিল নিয়ে চলছে আলোচনা। দফায় দফায় সংলাপ হলেও সেখান থেকে পরিষ্কার কোনো সমাধান আসেনি। নির্বাচনের পূর্বশর্ত হলো লেভেল প্লেয়িং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ রাখা। এক্ষেত্রে রেফারি অর্থাৎ নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এক পাল্লা ভারী হলে নির্বাচন সুষ্ঠু হবে না, নিরপেক্ষতা হারাবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এ কথা বলেন।

তিনি আরও বলেন, সবার অংশগ্রহণ তখনই নিশ্চিত হবে যখন ভোটের ক্ষেত্রে প্রদত্ত শর্তগুলো উঠে যাবে। এত শর্ত সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। খেলার মাঠে সবার সমান সুযোগ থাকতে হবে। নাগরিক হিসেবে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন আমার একান্ত কাম্য। উৎসবমুখর পরিবেশ পেলে সেটা বোনাস। সংঘাত-সহিংসতা নয় স্বাধীনভাবে নিজের ভোট নিজে দিতে চাই। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, শুধু নির্বাচনের আগে বা নির্বাচনকালীন নয় পরবর্তীতেও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। নির্বাচনের পরে অবিশ্বাস বা ফলাফল না মানার প্রবণতা বাদ দিতে হবে। পরবর্তীতে হামলা-মামলার মতো অস্বস্তিকর পরিবেশ পরিহার করতে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর