শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আচরণবিধি মেনে চলবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

আচরণবিধি মেনে চলবে আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে গণসংযোগ অভিযান অব্যাহত থাকবে। তবে আচরণবিধি মেনে চলবে আওয়ামী লীগ। এ সময় তিনি সংসদ সদস্যসহ সবাইকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন। গতকাল ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারে টেকনোক্রেট কেউ থাকবেন না। বড় বা ছোট করা প্রধানমন্ত্রীর এখতিয়ার। অনেকেই মনোনয়ন চাইতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন জরিপের ফল বিবেচনা করে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেবেন। সেতুমন্ত্রী বলেন, সংলাপের মধ্য দিয়ে যে অসাধারণ কাজ করেছেন তা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক। এ জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। সংলাপে ছোটখাটো দলকেও বাদ দেওয়া হয়নি। বুধবার সন্ধ্যায় সর্বশেষ ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন। শেখ হাসিনা দেশে ও দেশের বাইরে সর্বস্তরে প্রশংসিত হয়েছেন। তিনি বলেন, আজ (গতকাল) যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে তাই দুই একদিন পর শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিতের সঙ্গে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিতের কোনো সম্পর্ক নেই।

সর্বশেষ খবর