শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২১ নভেম্বর

সারা দেশে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভ জন্মদিন বা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামী ২১ নভেম্বর বুধবার। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বাদ মাগরিব বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বাংলাদেশের বিভিন্ন জেলার চাঁদ দেখার খবর পর্যালোচানা করে এই সিদ্ধান্ত নেয়। সভায় জানানো হয়, ১৪৪০ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১০ নভেম্বর শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং আগামী ২১ নভেম্বর বুধবার মোতাবেক ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।  সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ছাড়াও সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ খবর