শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জনগণ এখন ইলেকশন মুডে আছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

জনগণ এখন ইলেকশন মুডে আছে : কাদের

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয় থেকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কেনা মনোনয়ন ফরম প্রদর্শন করেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের —বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়নপত্র বিক্রির মধ্য দিয়ে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। নির্বাচন সামনে রেখে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনগণ এখন ইলেকশন মুডে আছে। সবাই ইলেকশনের প্রস্তুতি নিয়ে আছে। তারা ইলেকশন করতে চায়। এর বাইরে যারা নির্বাচনবিরোধী তৎপরতা চালাবেন, জনগণই তাদের প্রতিরোধ করবে। গতকাল সকালে দলের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের ফলাফল শূন্য এটা বলা যাবে না। তারা (ঐক্যফ্রন্ট) যে তালিকা দিয়েছে তা নিয়ে কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। দলের পার্লামেন্টারি বোর্ডে মনোনয়ন বিক্রির শেষ তারিখ ঠিক করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচনের আইন মেনেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনে সব বিষয়। তফসিল ঘোষণার পর আমরা একটা নিয়মের মধ্যে চলে গেছি। তফসিল ঘোষণার কারণে তারা (বিএনপি) আন্দোলনের কর্মসূচি দেবে এটা গণতন্ত্রের পরিপন্থী। তাদের আন্দোলনে জনগণ সায় দেবে না। এ সময় মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

 সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, আবদুস সবুর, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, রেমন্ড আরেং, মারুফা আকতার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর