সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মনোনয়ন উৎসব শেষ আজ

আওয়ামী লীগ প্রার্থীদের সাক্ষাৎকার বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক

মনোনয়ন উৎসব শেষ আজ

মনোনয়ন ফরম সংগ্রহে গতকালও আওয়ামী লীগ অফিসে নেতা-কর্মীদের ঢল —বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের শেষ দিন আজ। ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে গত তিন দিন মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই ছিল না। নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে শোডাউনের মাধ্যমে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়নপ্রত্যাশীরা। আজ সন্ধ্যা ৬টায় শেষ হবে এই মনোনয়ন উৎসব। আগামী বুধবার দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গতকাল রাত ৮টা পর্যন্ত ৮৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে প্রথম দিন ১ হাজার ২২৯টি, দ্বিতীয় দিন ১ হাজার ১৩২টি। তিন দিনে মোট ৩ হাজার ৯৬টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা। জানা গেছে, গতকাল আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন  দলের প্রেসিডিয়াম সদস্য গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১, ড. আবদুর রাজ্জাক টাঙ্গাইল-১, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ঢাকা-১৫, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২, শেখ হেলালের ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২, হুইপ ইকবালুর রহিম দিনাজপুর-৩, ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান গাজীপুর-৫, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন ঢাকা-৮, কেন্দ্রীয় সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার নরসিংদী-৫, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন মাদারীপুর-৩, মারুফা আকতার পপি জামালপুর-৫, সাবেক ছাত্রনেতা ও প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর মাগুরা-১, আবু হোসাইন বিপু দিনাজপুর-১। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। তার ছেলে বাবার জন্য এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সিলেট-১ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। ফেনী-৩ আসনের জন্য নাট্যাভিনেত্রী শমী কায়সার, লক্ষ্মীপুর সদর থেকে বিমানমন্ত্রী শাহজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। ঢাকা-১২ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী। শাহ মোস্তফা আলমগীর নেত্রকোনা-২, মঞ্জুর কাদের কোরাইশী নেত্রকোনা-৩, আলমগীর হাসান নেত্রকোনা-৩, জাকারিয়া জাকির দিনাজপুর-৫, আখতারুল ইসলাম রংপুর-৩, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ বরিশাল-৫, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম বরিশাল-২, তাজউদ্দিন আহমদ পিরোজপুর-৩, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন চট্টগ্রাম-৬, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বাগেরহাট-৪, আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার তারেক রায়হান ঢাকা-৫, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা-২, আশিকুর রহমান চৌধুরী লাভলু ও হাজী আবুল হোসেন ঢাকা-৬, আলম রেজা সিরাজগঞ্জ-৬, গাজী আবু সাঈদ ঢাকা-৬, আমিনুল বরিশাল-৬, নুরুল আলম মিলন পাঠান ময়মনসিংহ-৭, ইসমত আরা হ্যাপি মাগুরা-১, আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-১, সেলিনা রহমান শরীয়তপুর-১, মো. রাশেদুল আলম রাশেদ চট্টগ্রাম-৯, মেহের নিগার হোসেন তন্ময় টাঙ্গাইল-৫, এস এ মান্নান কচি ঢাকা-১৬, মনিরুল ইসলাম রাজশাহী-১, আবদুল ওয়াহাব রাজশাহী-১, মকবুল হোসেন রাজশাহী-১, ফাহিমা খানম মাদারীপুর-৩, হাসিকুর রহমান খান সবুজ পাবনা-২, কাজী রফিকুল ইসলাম ঢাকা-১৭, সৈয়দ আতিকুর রহমান ঢাকা-১৭, ফারহানা ফেরদৌসী বরগুনা-২, মোর্শেদা বেগম লিপি মুন্সীগঞ্জ-৩, এস এম সোলায়মান আলী জয়পুরহাট-১, শেখ এবাদত সিদ্দিক বিপু যশোর-৬, এস এম কাদের খান ঢাকা-১৭, এম কামাল উদ্দিন আহাম্মদ সুনামগঞ্জ-৪, মো. আজিজুল হক বগুড়া-২, হালিমা খাতুন চাঁপাইনবাবগঞ্জ-২, মার্শাল পাভেল কক্সবাজার-২, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু শরীয়তপুর-১, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু চট্টগ্রাম-১১, তৌহিদুল ইসলাম বুলবুল জয়পুরহাট-১, মাজহারুল ইসলাম মানিক পাবনা-৫, মাহমুদা বেগম ঢাকা-১৫, মোর্শেদ কামাল ব্রাহ্মণবাড়িয়া-৫, আখতারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম তুলেছেন।   

উল্লেখযোগ্যদের মধ্যে যারা মনোনয়ন ফরম জমা দিলেন : সাংবাদিক নেতা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ফেনী-২, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭, এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪, মেহের আফরোজ চুমকি-গাজীপুর-৫, নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা-৩, ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা-৮, মোহাম্মদ আরিফুর রহমান ফরিদপুর-১, হারুনুর রশিদ হাওলাদার পটুয়াখালী-১, আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪, কোহেলী কুদ্দুস মুক্তি নাটোর-৪, গণজাগরণ মঞ্চের নেতা এফ এম শাহীন নড়াইল-১, মোহাম্মদ সোলায়মান সেলিম ঢাকা-৭, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন নওগাঁ-৫, গাজী ম ম আমজাদ হোসেন মিলন সিরাজগঞ্জ-৩, ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, সাইফুদ্দিন নাসির ফেনী-২, শফিকুর রহমান চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, আখতারুজ্জামান জগলু, ড. তৌফিক রহমান চৌধুরী ও কাজী মোহাম্মদ শাহজাহান সিলেট-২ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর