সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকায় চড়লেন ক্যাপ্টেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

নৌকায় চড়লেন ক্যাপ্টেন মাশরাফি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল বেলা ১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আসেন তিনি। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অধিনায়ক মাশরাফির ফরম কিনে রেখেছিলেন। মাশরাফি গতকাল সেই ফরমটি গ্রহণ করেন। দীর্ঘদিন ধরেই মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের রাজনীতিতে যোগদানের ব্যাপারে জল্পনা-কল্পনা চলছিল। বেশ কয়েক মাস আগে বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল তাদের রাজনীতিতে যোগদানের ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন। এত দিন কানাঘুষা থাকলেও এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নৌকায় চড়লেন ‘নড়াইল এক্সপ্রেস’ ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। গতকাল দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে যান মাশরাফি। সেখানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার। গণভবন থেকে ধানমন্ডিতে মাশরাফিকে নিয়ে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন। ধানমন্ডিতে আসার পর ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ উপস্থিত দলীয় নেতা-কর্মী সবাই মাশরাফির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মাশরাফি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় নড়াইলের সর্বত্র বইছে আনন্দের বন্যা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা, বিশেষ করে তরুণরা এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। নড়াইলের অধিকাংশ মানুষ বলেছেন, মাশরাফি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে জয়ের মুকুট অবশ্যম্ভাবী। মাশরাফি এমপি নির্বাচিত হলে অবহেলিত নড়াইলের উন্নয়ন হবে। এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা থাকলেও আপাতত ক্রিকেটের স্বার্থে রাজনীতিতে আসছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেট নিয়ে থাকতে বলেছেন।

সর্বশেষ খবর