সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মুমিনুল-মুশফিকের সেঞ্চুরিতে রানের পাহাড়ের হাতছানি

মেজবাহ্-উল-হক

মুমিনুল হকের সেঞ্চুরির পর মুশফিকুর রহিমও শতক পূরণ করেছেন। এই জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান। ১৬১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন মুমিনুল। অপরাজিত ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মুশফিক। মাত্র ২৬ রানে তিন উইকেট হারানোর পরও চতুর্থ উইকেটে মুশফিক-মুমিনুলের ২৬৬ রানের রেকর্ড জুটিতে ঢাকা টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। টাইগারদের সামনে এখন রানের পাহাড় গড়ার হাতছানি। কেন না মুশফিক ছাড়াও অপরাজিত রয়েছেন আরও তিন স্বীকৃত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক ও মেহেদী হাসান মিরাজ। সিলেট টেস্টে ভরাডুবির পর গতকাল ঢাকা টেস্টেও বাজেভাবে শুরু হয়েছিল স্বাগতিকদের। ১৩ রানের মাথায় সাজঘরে ফিরে যান ওপেনার ইমরুল কায়েস। দলীয় ১৬ রানের মাথায় আরেক ওপেনার লিটন দাসও আউট হয়ে যান। অভিষিক্ত  মোহাম্মদ মিথুনও রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরলে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর শুরু হয় মুমিনুল ও মুশফিকের লড়াই। দুই ব্যাটসম্যান মিলে জিম্বাবুয়ের বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন। মুমিনুল তার  টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন ১৫০ বলে। ১৮৭ বলে মুশফিক তুলে নেন তার ষষ্ঠ সেঞ্চুরি। দুপুরের সেশনে দুই ব্যাটসম্যান ব্যাটিং করেছেন ওয়ানডে স্টাইলে। ওই  সেশনে ৩২ ওভারে আসে ১৫২ রান। দিনের শেষ সেশনেও দাপট দেখিয়েছেন তারা। তবে শেষ বিকালে একটুখানি ভুলের জন্য আউট হয়ে যান মুমিনুল। অন্তিম মুহূর্তে নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুলও থীতু হতে পারেননি। ৭ রানের মধ্যে দুই উইকেট হারায় বাংলাদেশ। তা না হলে দিন শেষে টাইগারদের স্কোরটা আরও স্বাস্থ্যবান  দেখা যেত। তারপরও কাল স্বস্তি নিয়েই যে টাইগাররা  হোটেলে ফিরেছেন। কেন না মিরপুরের উইকেট খুবই রহস্যময়। এমনও হতে পারে তৃতীয় দিন থেকেই টার্ন হচ্ছে।  সে কারণেই ৪০০ কিংবা ৪৫০ রানকেই নিরাপদ মনে করছেন মুমিনুল।

সর্বশেষ খবর