সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আট দল পাবে ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধিত আটটি রাজনৈতিক দল।

গতকাল বিকালে এই সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পক্ষে এ চিঠি পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার আবদুল বারী ও বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান। চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক আটটি দল ও তাদের নিবন্ধন নম্বর জানিয়েছেন। দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, নিবন্ধন নম্বর-৭), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি, নম্বর-১), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি, নম্বর-১৮), খেলাফত মজলিস (নম্বর-৩৮), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, নম্বর-৩৬), বাংলাদেশ কল্যাণ পার্টি (নম্বর-৩১), বাংলাদেশ মুসলিম লীগ (নম্বর-৪০) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নম্বর-২৩)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর