সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি

দেশে নির্বাচনের কোনোরকম পরিবেশ এখনো তৈরি হয়নি দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই নির্বাচন কমিশনের প্রতি কমপক্ষে এক সপ্তাহ তফসিল পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পীর চরমোনাই বলেন, সব রাজনৈতিক দল এখন নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। কাজেই কমপক্ষে এক সপ্তাহের জন্য হলেও তফসিল পিছিয়ে দিয়ে পরিবেশ তৈরি করে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পীর চরমোনাই নির্বাচন পেছানোর ক্ষেত্রে টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টিও বিবেচনায় রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। এদিকে আজ সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছে।

সর্বশেষ খবর