মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ধানমন্ডি টু পল্টন সরগরম রাজনীতি

শেষ দিনেও জমজমাট আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

শেষ দিনেও জমজমাট আওয়ামী লীগ

আওয়ামী লীগ অফিসে গতকাল নেতা-কর্মীর ঢল

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গতকাল শেষ হলো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান। চার দিনে ৪ হাজার ২৩ জন মনোনয়নপ্রত্যাশী নৌকা পেতে দলের ফরম তুলে জমা দেন। গতকাল শেষ দিনও দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ছিল নেতা-কর্মীদের পদচারণে মুখরিত। ফরম উত্তোলন ও জমাদানের শেষ সময় ছিল সন্ধ্যা ৬টা। কিন্তু ভিড় বাড়ার কারণে রাত সাড়ে ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপরও অনেকেই জমা দিতে না পারায় আরও একদিন সময় বাড়ানো হয়েছে। আজও ফরম জমা দেওয়া যাবে। দুপুরে দলীয় সভানেত্রীর কার্যালয়ে একসঙ্গে দলের চার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া-৩, ডা. দীপু মনি চাঁদপুর-৩, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩ ও আবদুর রহমান ফরিদপুর-১ আসনের মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে। এ ছাড়া গতকাল উল্লেখযোগ্যদের মধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন তারা হলেন ফেনী-৩ আসন থেকে অভিনেত্রী শমী কায়সার, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি প্রকৌশলী মঞ্জুরুল হক মঞ্জু বরিশাল-৬ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা পিরোজপুর-১। ঢাকা-১৪ আসন থেকে নৌকা পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান। এ ছাড়া ঢাকা-৬ আসনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, মো. শাহ আলম খান চৌধুরী সিরাজগঞ্জ-৩, মো. ডালিম সরকার কুমিল্লা-২, এমরান আলী ভূঁইয়া কিশোরগঞ্জ-৩, হাবিবুর রহমান আকন্দ গাজীপুর-৪, রশিদা পারভীন নোয়াখালী-৪, পঙ্কজ কুমার দাস কুমিল্লা-১০, মো. আজিজুর রহমান শেরপুর-১, হোসনে আরা বেগম রানী বরগুনা-২, সৈয়দ মীজারুল আলম চৌধুরী বগুড়া-৬, সৈয়দ মোকাররম চৌধুরী বগুড়া-২, বাসন্তী চাকমা খাগড়াছড়ি সংসদীয় আসন-২৯৮, লাইজু জামান, মোস্তাফিজুর রহমান সিরাজগঞ্জ-৩, যশোর-৪, শাহীন খান ঢাকা-৯, মো. শামীম ইসলাম ঢাকা-১১, অধ্যাপিকা নার্গিস আক্তার চট্টগ্রাম-৪, মো. মাসুদ খান বাবু মুন্সীগঞ্জ-১, খলিল উল্লাহ চৌধুরী কক্সবাজার-১, ফয়সাল আহমেদ রাজ সিলেট-৫, অধ্যক্ষ শামসুল বারী ময়মনসিংহ-৯, খান নূরে খোদা মঞ্জু বগুড়া-৫, আশিকুর রহমান খান সবুজ পাবনা-২, মোবাশ্বের হোসেন স্বরাজ বগুড়া-২, সরোয়ার জাহান নরসিংদী-১, শেখ আতিউর রহমান চৌধুরী গোপালগঞ্জ-১, প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী চুয়াডাঙ্গা-১, মো. আবুল কাশেম কুমিল্লা-১১, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ কুমিল্লা-৩, মো. রফিকুল সরকার কুমিল্লা-৩, নীলিমা আক্তার চৌধুরী কক্সবাজার-৩, আমির হোসেন গাজী মুন্সীগঞ্জ-৩, বিধান সরকার হবিগঞ্জ-২, মো. দুলাল ফরাজী বরগুনা-১, মনিরুজ্জামান মিন্টু বরগুনা-১, হারুন-অর-রশিদ বরগুনা-১, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ঢাকা-৬, আল-আমিন বগুড়া-৫, কামরুজ্জামান সাতক্ষীরা-১, সৈয়দা রাজিয়া মোস্তফা লালমনিরহাট-২ ও চট্টগ্রাম-২-এর ফরম জমা দিয়েছেন। মো. তাজমহল হীরক জয়পুরহাট-২, ফয়সাল আহমেদ ঢাকা-১৮, খোকন চৌধুরী চট্টগ্রাম-৪, ডা. শামীমা সুলতানা পাবনা-৪, আবুবকর মোড়ল সাতক্ষীরা-৪, গোলাম মোস্তফা কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী), ইঞ্জিনিয়ার ফারুক আজাদ খান নওগাঁ-৬ থেকে আজ  মনোনয়ন তুলেছেন এবং জমা দিয়েছেন।  এ ছাড়া মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য তরুণ কান্তি দাস ও আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় নেতা লায়ন ওবায়দুর রহমান বাদল।

মুখ দেখে নয়, জরিপে মনোনয়ন : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুখ দেখে নয়, জরিপ দেখেই দলের মনোনয়ন দেওয়া হবে। এবার ঐক্যফ্রন্ট ভোটে এসেছে। অন্য সময়ের নির্বাচনের মতো এবার সহজ হবে না। ভোট এবার হবে চ্যালেঞ্জিং।  গতকাল রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর