মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীর বিরুদ্ধে বিদ্রোহ, ৩৩ জনের মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে মনোনয়নপত্র সংগ্রহ কালে। রীতিমতো তার নিকটজনরাও বিদ্রোহ করেছেন তার বিরুদ্ধে। এতে গাজী ভোট শুরুর আগেই একা হয়ে পড়েছেন। এর মধ্যে এবারের নির্বাচনে তার বিরুদ্ধে সবাই একাট্টা হয়ে দাঁড়িয়েছিলেন। দলের ৩২ জন মনোনয়নপ্রত্যাশী তার বিরুদ্ধে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া জাতীয় পার্টি থেকে মনোনয়ন তুলেছেন একজন। গাজীর বিরুদ্ধে মনোনয়ন ফরম তুলেছেন, সাবেক সেনাপ্রধান, সাবেক সংসদ সদস্য কে এম শফিউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়া, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহসভাপতি খন্দকার আবুল বাশার, ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূইয়া, প্রচার সম্পাদক মানজারী আলম, দফতর সম্পাদক আবদুল আজিজ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান ভূইয়া সজীব, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুল জাব্বার খান, আওয়ামী লীগের নেতা খান মোহাম্মদ শামীম আজিজ, মোশারফ হোসেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী খালেদা খানম, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম, উপজেলা শ্রমিক লীগের নেতা মতিউর রহমান আকন্দ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুল হাসান, মিজানুর রহমান, শীলা রানী পাল, মোস্তাফিজুর রহমান, মাসুম চৌধুরী, মাহবুবুর রহমান, নাঈম ভূঁইয়া, জাহেদ আলী, শাহীন মালুম, শাহরিয়ার পান্না ও আওয়ামী লীগের নেত্রী মাহনুর সুলতানা মনোনয়ন প্রত্যাশায় দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্যদিকে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি নারায়ণগঞ্জ-১ আসনে তাদের প্রার্থী দিয়েছে। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি সাইফুল ইসলাম রূপগঞ্জ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সর্বশেষ খবর