মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ পাঁচ নেতার

তিন আসনে মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যের শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডে কারা কর্তৃপক্ষের অনুমতি ক্রমে বেগম জিয়ার সঙ্গে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি নেতাদের উদ্দেশে এ কথা বলেন। ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে কারাবন্দী বিএনপি চেয়ারপারসনের ‘দোয়া’ নিয়ে আসেন নেতারা। কারাগার থেকে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডাম (বেগম খালেদা জিয়া) আমাদের জন্য দোয়া করেছেন। তিনি আশা করছেন, জনগণের যে ঐক্য আমরা তৈরি করেছি, সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ঐক্যের শক্তির জয় হবেই।’ মির্জা ফখরুল ছাড়া অন্য প্রতিনিধিরা হলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস। দুপুর ২টা ৪৩ মিনিটে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন বিএনপি নেতারা। প্রায় দেড় ঘণ্টা পর তারা কারাগার থেকে বেরিয়ে আসেন। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, নির্বাচনে অংশ নেওয়াকে ‘ইতিবাচক সিদ্ধান্ত’ বলেছেন বেগম জিয়া। শেষ পর্যন্ত ভোটে থাকতেও নেতাদের দিকনির্দেশনা দিয়েছেন তিনি। খালেদা জিয়াকে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তরের দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘ম্যাডাম অত্যন্ত অসুস্থ। তাঁর চিকিৎসা এখানে ঠিকমতো হচ্ছে না। পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) রেখে ডাক্তাররা চিকিৎসা করার যে পরামর্শ দিয়েছিল, কর্তৃপক্ষ সেই পরামর্শ গ্রাহ্য করেননি। তাকে হঠাৎ করেই কারাগারে নিয়ে আসা হয়েছে। আমরা তখনই বলেছি, এটা অমানবিক। চিকিৎসার জন্য অবিলম্বে তাকে আবার পিজি হাসপাতালে নিয়ে তাঁর চিকিৎসার সুব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।’ নির্বাচন নিয়ে আর কোনো কথা হয়েছে কি না—জানতে চাইলে ‘না’ সূচক জবাব দেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল দলীয় নেত্রীর শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে বলেন, ‘চার দিন তাকে থেরাপি দেওয়া হয়নি। ফলে ম্যাডামের ব্যথা আরও বেড়ে গেছে। আজকে বোধহয় থেরাপিস্ট যাচ্ছেন। যিনি চলতে পারেন না, অসুস্থ, তাকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করতে হবে এবং আবার কারাগারে নিয়ে আসতে হবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

সর্বশেষ খবর