মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

লেটস টক তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

লেটস টক তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটের আগে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী তরুণদের সঙ্গে এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন।

অনুষ্ঠানটির আয়োজক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর ওই অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভবিষ্যৎ ভাবনার কথা জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনবেন তরুণদের স্বপ্ন, স্বপ্ন পূরণ এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা। গণভবনে ওইদিন বিকাল ৩-৫টা পর্যন্ত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানটি বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সারা দেশ থেকে বাছাই করা ১৫০ জন তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন এই আয়োজনে। বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর তারুণ্যের সময় নিয়ে নতুন বেশ কিছু তথ্য জানাবেন। তরুণদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন নীতি, ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা এবং সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন আলোচনায় অংশ নেওয়া তরুণরা।

সর্বশেষ খবর