মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অনড় থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

অনড় থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী তফসিল এক মাস পেছানোর দাবিতে অনড় থাকবে বলে জানিয়েছেন জোটের অন্যতম শীর্ষ নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তবে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য নিজ নিজ প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে গতকাল। রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের ল চেম্বারে দুপুরে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন উপস্থিত ছিলেন না। অসুস্থ হয়ে পড়ায় তিনি বৈঠকে যোগ দিতে পারেননি বলে জানানো হয়। বৈঠক শেষে গণফোরাম ও ঐক্যফ্রন্টের নেতারা অসুস্থ নেতার স্বাস্থ্যের খোঁজখবর নিতে বাসায় গেলেও তিনি কারও সঙ্গে সাক্ষাৎ করেননি। এ বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানান, স্যারের হাতে ও পায়ে ব্যথা। সামান্য জ্বরও আছে গায়ে। এর সঙ্গে যোগ হয়েছে ডায়রিয়া। এদিকে ড. কামাল হোসেনরে ল চেম্বারের বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ।

সর্বশেষ খবর