শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
পল্টন নিয়ে পাল্টাপাল্টি

নাশকতাকারী অধিকাংশ শনাক্ত, সবাই বিএনপির

ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কার্যালয়ের সামনে নাশকতাকারী অধিকাংশকেই শনাক্ত করা হয়েছে। তারা সবাই বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মী। পুলিশের ওপর আক্রমণ ছিল পূর্বপরিকল্পিত। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী দিনে সব ধরনের অপচেষ্টা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল দুপুরে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, সাত দিন ধরে বিএনপি নমিনেশন পেপার ক্রয় এবং জমা দেওয়ার কাজ সুশৃঙ্খলভাবে ও আনন্দমুখর পরিবেশে হয়েছে। বুধবার বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা বড় বড় মিছিল নিয়ে, শোভাযাত্রা ও বাদ্যযন্ত্র বাজিয়ে পুরো রাস্তা দখল করে এসেছে। এর ফলে পশ্চিমে কাকরাইল ও পূর্বে ফকিরাপুল সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। যা নির্বাচন আচরণ বিধির পরিপন্থী। কর্তব্যরত পুলিশ বিএনপি নেতা-কর্মীদের অনুরোধ করেছিলেন যেন পুরো রাস্তাটি বন্ধ করে না দেওয়া হয়। কেননা মানুষের চরম দুর্ভোগ হচ্ছিল। এই অনুরোধ করার পরিপ্রেক্ষিতে যখন বিএনপির কেন্দ্রীয় নেতা একটি বড় মিছিল নিয়ে এলেন, তখন পুলিশের এই অনুরোধ নিয়ে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশের ওপর অতর্কিত আক্রমণ করা হয়। পুলিশের দুটি গাড়ি ভস্মীভূত করা হয়েছে। আহত হয়েছে পুলিশের পাঁচ অফিসারসহ ২৩ জন। পুলিশকে উত্তেজিত করে, একটি দুর্ঘটনা ঘটিয়ে নির্বাচনী পরিবেশকে ভণ্ডুল করা, অনিশ্চিত পরিবেশ সৃষ্টি করার অসৎ উদ্দেশে পুলিশের ওপর এ ধরনের হামলা করা হয়েছে। গাড়িতে আগুন লাগিয়ে ও গাড়ির ওপর দাঁড়িয়ে যারা তাণ্ডব চালিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। ডিএমপি প্রধান বলেন, এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করা হয়েছে। ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা তাণ্ডব করেছে এদের মধ্যে গণমাধ্যমে ফুটেজ দেখে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাণ্ডবে অংশগ্রহণকারী, নির্দেশদাতা, পরিকল্পনাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা বল প্রয়োগে যাইনি। যিনি আগুন দিয়েছেন তাকে ফুটেজে পরিষ্কার দেখা গেছে। গাড়ির ওপরে দাঁড়িয়ে তাণ্ডব যারা করেছে তাদের দেখা যাচ্ছে। বুকের কাপড় খুলে লম্বা লাঠি দিয়ে যে তাণ্ডব নৃত্য আমরা দেখেছি, সেটাও মিডিয়ার সুবাদে দেশবাসী দেখেছে। এটি পুলিশকে শুধু মারা বা হামলা করা না, বড় ধরনের কোনো নাশকতার পূর্ব পরিকল্পনা ছিল বলে আমাদের মনে হয়েছে।

সর্বশেষ খবর