শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
পল্টন নিয়ে পাল্টাপাল্টি

অগ্নিসংযোগকারীরা ছাত্রলীগের

রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মনোনয়ন উৎসব ঠেকাতে নয়াপল্টনে হেলমেটধারীরা সুপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, নয়াপল্টনে সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত। আবারও একতরফা নির্বাচনের লক্ষ্যে ‘বিরোধী দল শূন্য’ করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ ছাড়া সুপরিকল্পিতভাবে হেলমেটধারীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। এই হেলমেটধারী কারা তা জনগণ জানে। যারা আগুন দিয়েছে তারা পুলিশের প্রটেকশনে এ নাশকতার কাজ করেছে। এরা ছাত্রলীগ-যুবলীগের ঢাকা মহানগরী নেতা, যার সুস্পষ্ট প্রমাণ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহিংসতা ও নাশকতা করা হয়েছে। প্রথমেই পুলিশ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মিছিলে গাড়ি উঠিয়ে দিয়ে ঘটনার সূত্রপাত করে। এ গাড়িচাপায় অন্তত ২০ জনের অধিক নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ কীভাবে জনগণের ওপর গাড়ি উঠিয়ে দেয় তা নির্বাচন কমিশনের কাছে জানতে চান রিজভী। তিনি আরও বলেন, গণভবনে দলীয় প্রায় সাড়ে ৪ হাজার প্রার্থীর সাক্ষাৎকারের আয়োজন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অথচ এ রকম একটি রাষ্ট্রীয় স্থাপনায় ও সরকারি অর্থায়নে সম্পূর্ণরূপে নিয়মবহির্ভূত দলীয় কার্যক্রমের বিষয়ে নিশ্চুপ নির্বাচন কমিশন। এখন প্রধান নির্বাচন কমিশনার টুঁশব্দটিও করেন না। গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নির্বাচনী আচরণবিধির ১৪ (২) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

সর্বশেষ খবর