শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রূপগঞ্জে মনোনয়ন নিলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জে মনোনয়ন নিলেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে ভোট করবেন। গতকাল পার্টি চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইচ এম এরশাদ বলেন, বিএনপি অফিসের সামনে সংঘটিত বিশৃঙ্খলায় ইঙ্গিত পাওয়া যায়, বিএনপি নির্বাচনে নাও আসতে পারে। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। আর তারা নির্বাচনে না এলে জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করবে। জোটের ব্যাপারে এখনো আলোচনা হয়নি। বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করব। আশা করছি, জোটবদ্ধ হলেও, প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাব।’ এ সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এরশাদ বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা নির্বাচন সামনে রেখে উজ্জীবিত। গত চার দিনে প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় পার্টি একাদশ নির্বাচনে অনেক ভালো ফল করবে।’ জাপার ২ হাজার ৮৬৫টি মনোনয়নপত্র বিতরণ : একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২ হাজার ৮৬৫টি মনোনয়নপত্র বিতরণ করেছে জাতীয় পার্টি। গতকাল ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন। এদিন জি এম কাদের, এ বি এম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অ্যাডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মশিউর রহমান রাঙ্গা, তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, এ কে এম আশরাফুজ্জামান খান, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জামাল রানাসহ কয়েক শ নেতা-কর্মী তাদের মনোনয়নপত্র জমা দেন।

পার্লামেন্টারি বোর্ডের সদস্য হলেন আযম খান : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল এক আদেশে পার্টির প্রেসিডিয়াম সদস্য আযম খানকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির পার্লামেন্টারি বোর্ডের সদস্য করেছেন। জেনারেল মাসুদ চৌধুরী জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। এক বিজ্ঞপ্তি বলা আরও হয়, জেনারেল মাসুদ পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ খবর