শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাঠ ছেড়ে পালাব ভাবলে ভুল হবে

নিজস্ব প্রতিবেদক

মাঠ ছেড়ে পালাব ভাবলে ভুল হবে

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, কেউ যদি মনে করেন, আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব, তাহলে ভুল করবেন। তিনি বলেন, তবে সরকার নির্বাচন করতে দেবে কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সুষ্ঠু নির্বাচনের পথে যত ধরনের অন্তরায় আছে, তা সরাতে হবে, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। নির্বাচনের কার্যক্রমে সব দলকে সমান সুযোগ না দিলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০-দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে এলডিপি সভাপতি এ কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কখনো মাঠ ছেড়ে যায় না। যুবসমাজকে ঐক্যবদ্ধ করেই এই সরকারের মোকাবিলা আমরা করব। এলডিপির এই শীর্ষ নেতা বলেন, মুক্তিযুদ্ধের মতো ভোটযুদ্ধে অংশগ্রহণ করতে তরুণ প্রজন্মকে আহ্বান জানাই। এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ২০-দলীয় জোটের শরিক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি তাসমিয়া প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট আবদুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, আরেক অংশের মহাসচিব নূর হোসেন কাশেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর