শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোট পেছালে সন্দেহের সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক

ভোট পেছালে সন্দেহের সৃষ্টি হবে

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নির্বাচন আর না পেছানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন পেছালে সন্দেহের সৃষ্টি হবে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে তারা এখন সরকারের কাছে দায়ী নন। কমিশন শত ভাগ স্বাধীন। গতকাল রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে কুলাউড়া আসনে বিএনপির সাবেক এমপি এম এম শাহীনের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এর আগে গতকাল দুপুরে বারিধারার বাসভবনে তার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক সিএমজি। বৈঠকে আসন্ন একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বি চৌধুরী। এ ছাড়া যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার ক্যানবার হোসেইন-বর ও পলিটিক্যাল অ্যানালিস্ট এজাজুর রহমান। বৈঠক শেষে বি চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয় নিয়েও কথা বলেছি।

সর্বশেষ খবর