শিরোনাম
শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

৬ মঈনুল রোডের ভোটার খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ক্যান্টনমেন্টের ৬ শহীদ মঈনুল রোডের ঠিকানায় ভোটার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ছাড়াও ওই ঠিকানায় আরও ৭ জন ভোটার রয়েছেন। খালেদা জিয়ার ভোটার নম্বর ২ দিয়ে শুরু ১ দিয়ে শেষ। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন, ২০০৮ সালের ২৯ নভেম্বর তিনি ৬ শহীদ মঈনুল রোডের ঠিকানায় ভোটার হন। ওই সময় ঢাকা ক্যান্টনমেন্ট-১ মধ্য (শহীদ মঈনুল ও ইউসুফ রোড) খালেদা জিয়ার তৎকালীন বাসভবনে ভোটার ফরম পূরণ এবং ছবি ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করেন ভোটার তালিকা প্রকল্পের কর্মীরা। ওই দিন সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনকে ভোটার হিসেবে নিবন্ধন করার প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় খালেদা জিয়াকে ভোটার তালিকাভুক্ত করার কাজে যুক্ত ছিলেন ইসির একজন সিনিয়র কর্মকর্তা। নাম প্রকাশ না করে এ বিষয়ে তিনি বলেন, ‘তখন ম্যাডাম জিয়াকে ভোটার করতে আমরা সাব-জেলে গিয়েছিলাম। তিনি রাজি হননি। পরে ঢাকা ক্যান্টনমেন্টের ৬ শহীদ মঈনুল রোডের বাসায় ফিরলে ওই ঠিকানায় তাকে আমরা ভোটার করি। ওই বাড়ির ঠিকানায় কয়েকজন গৃহকর্মীও সে সময় ভোটার হয়েছিলেন। আমার জানা মতে, ওই সময় তারেক রহমান ওই ঠিকানায় ভোটার হননি।’

সর্বশেষ খবর