শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুঃশাসনের বাইরে লড়াই করছে বাম জোট

নিজস্ব প্রতিবেদক

দুঃশাসনের বাইরে লড়াই করছে বাম জোট

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, লুটেরা ধনীদের দ্বিদলীয় দুঃশাসনের বাইরে নির্বাচনী লড়াই করছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আরও বলেন, প্রতিদিনের ঘটনাবলি এটাই প্রমাণ করছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নেই। দেশবাসীও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আস্থা পাচ্ছে না। কারণ রাষ্ট্রীয়  ক্ষমতায় কোনো সময় আওয়ামী লীগ, কোনো সময় বিএনপি থেকেছে। তারা বিরোধী দলে থাকলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পাগল হয়, আর ক্ষমতায় থাকলে ক্ষমতা কুক্ষিগত করে রাখে। লুটপাটে তাদের জন্য ক্ষমতা অপরিহার্য। এই দুই গোষ্ঠীর দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্ত করা জরুরি। তিনি বলেন, দুই গোষ্ঠীই এখন নৌকা আর ধানের শীষ প্রতীক নিয়ে লুটপাটের ভাগবাটোয়ারা করতে গলা কাটা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। লুটেরা ধনীদের এই দ্বিদলীয় দুঃশাসনের পরিমণ্ডলের বাইরে তাই একটি মাত্র জোট হিসেবে নির্বাচনী সংগ্রামে নেমেছে বাম গণতান্ত্রিক জোট। মুজাহিদুল ইসলাম সেলিম উল্লেখ করেন, নির্বাচনকালীন প্রতিটি দিনের ঘটনা প্রমাণ করছে ক্ষমতাসীনরা আইন ভঙ্গ করছে। তফসিল ঘোষণার পরও রঙিন বিজ্ঞাপন দিয়ে রাস্তাঘাট সাজানো হচ্ছে। ইলেকট্রনিক বিলবোর্ডে ক্ষমতাসীনদের প্রচারণা চলছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন এসব বেআইনি কাজ বন্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

সর্বশেষ খবর