সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কিবরিয়া হত্যার বিচার কেন করল না আওয়ামী লীগ

রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক

কিবরিয়া হত্যার বিচার কেন করল না আওয়ামী লীগ

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে আমার বাবা খুন হয়েছেন। বিএনপি বিচার করেনি। তারপর দুই বছর     এরপর ক্ষমতায় ছিল বিশেষ সরকার। তারাও বিচার করতে পারল না। এরপর তো আওয়ামী লীগ টানা সাড়ে ৯ বছর ধরে ক্ষমতায়, তারা কেন কিবরিয়া হত্যার বিচার করল না?’ রাজধানীর মতিঝিলের ল চেম্বারে গতকাল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের কাছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের পক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষ নিয়ে তিনি নির্বাচনে লড়বেন। আওয়ামী লীগ ছেড়ে গণফোরামে যোগ দেওয়ার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, ‘বাবা শাহ এ এম এস কিবরিয়ার আদর্শ থেকে আওয়ামী লীগ অনেকটাই দূরে সরে এসেছে। তাই ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে যুক্ত হয়েছি।’ এ সময় সাংবাদিকরা জানতে চান, ‘২০০৫ সালে আপনার বাবা শাহ এ এম এস কিবরিয়া গ্রেনেড হামলায় নিহত হয়েছেন। সেই হত্যাকাণ্ডের আসামি বিএনপির নেতা-কর্মীরা। বিএনপি সেই হত্যার বিচার করেনি। তবু কেন বিএনপি জোটে যোগ দিচ্ছেন? কেন বিএনপির মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন?’ এ প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘আমি আমার বাবা হত্যার বিচার দাবি থেকে পিছিয়ে যাইনি। বাবার হত্যায় জড়িতদের কিংবা নেপথ্যে যারা ছিলেন তাদের সঙ্গেও আমার কোনো আপস নেই। বাবার হত্যার বিচার করার দায়িত্ব ছিল সরকারের। বিএনপি দুই বছর ও আওয়ামী লীগ ১০ বছর ক্ষমতায় থেকেও বাবার হত্যার বিচার করেনি।’ তিনি বলেন, ‘খুনিরা কোনো দলের হয় না। এ জন্য কোনো দলকে দায়ী করতে চাই না। খুনি-সন্ত্রাসীদের বিচার চাই।’ রেজা কিবরিয়া বলেন, ‘আমি আমার বাবার আদর্শ থেকে একচুলও পিছু হটিনি। দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. কামাল হোসেন যে ঐক্যের ডাক দিয়েছেন, আমি তাতে সাড়া দিয়েছি। ড. কামালের নেতৃত্ব ছাড়া বাংলাদেশকে ঠিক পথে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।’ তিনি বলেন, ‘একমাত্র ড. কামাল হোসেনই পারেন, আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পূরণ করতে। বঙ্গবন্ধু সে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণ করার মতো ড. কামাল ছাড়া কেউ নেই।’ নিজের বাবার দলে যোগ না দিয়ে ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, ‘বাবার মতো আমিও দলের চেয়ে দেশের স্বার্থে কাজ করতে চাই। এ জন্যই ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

 

সর্বশেষ খবর