মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সরগরম নির্বাচনী মাঠ

খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা মনে করি ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত নির্বাচন করার জন্য যোগ্য আছেন এবং নিঃসন্দেহে তিনি নির্বাচন করতে     পারবেন বলে আমরা বিশ্বাস করি।’ গতকাল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বরিশাল বিভাগের সাক্ষাৎকারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই আশাবাদ ব্যক্ত করেন। বেগম খালেদা জিয়া দলের প্রার্থী হতে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘এখনো  লেভেল  প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আবারও আমরা বলছি যে, অবাধ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই গ্রেফতার বন্ধ করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। বিশেষ করে  বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া অত্যন্ত জরুরি। গণতন্ত্র ফিরে  পেতে খালেদা জিয়াকে মুক্ত করতে দেশের মানুষের অধিকারকে ফিরে আনবার জন্যে গণতান্ত্রিক আন্দোলন বিএনপি ও জাতীয় ঐক্যজোট শুরু করেছে। এই নির্বাচন আমরা গণতান্ত্রিক আন্দোলনের হাতিয়ার হিসেবে নিয়েছি।’ বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন যে, নতুন করে গ্রেফতার করা হবে না, মামলা দেওয়া হবে না তারও কোনো বাস্তবায়ন নেই। আমরা খবর পেয়েছি গতকালও আমাদের সাক্ষাৎকারের জন্য যশোরের সহসভাপতি টিএস আইয়ুবকে তুলে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার খবর আমরা পাইনি। আমরা প্রায়ই  দেখছি গ্রেফতার করছে এবং কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।’

সর্বশেষ খবর