মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হলফনামায় সম্পদের তথ্য ঠিক না হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

হলফনামায় সম্পদের তথ্য ঠিক না হলে ব্যবস্থা

ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যারা জনপ্রতিনিধি হবেন তারা তাদের সম্পদের হিসাব সঠিকই দেবেন হলফনামায়। যদি কেউ সঠিক হিসাব না দেন, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘হিমালয়ের পাহাড়ের মতো সমস্যাটা হলো দুর্নীতির সমস্যা। আপনি যদি ডানে হাত দেন দুর্নীতি পাবেন। তেমনি বাঁয়ে হাত দিলে সেখানেও দুর্নীতি পাবেন। সে জন্যই বলি, শুধু আমরা একা হৈচৈ করলে হবে না। এতে আপনাদের সহযোগিতা লাগবে। সরকারকে লাগবে। এক কথায় বলতে গেলে সবাইকে লাগবে আমাদের। আমরা চাই সুন্দর দেশ। দুর্নীতিমুক্ত একটি দেশ। আমাদের দেশের সম্মান যদি চাই, তাহলে একযোগে দলমত নির্বিশেষে কাজ করতে হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের পর আমরা তাদের বিষয়ে অনুসন্ধান করে দেখব। আমি বিশ্বাস করি, যারা জনপ্রতিনিধি হবেন তারা তাদের সম্পত্তির হিসাব হলফনামায় সঠিকই দেবেন। যদি কেউ সঠিক হিসাব না দেন, তার জন্য কমিশনে ব্যবস্থা থাকবে। কোনো দুর্নীতিবাজকে কি আমাদের দেশের মানুষ নির্বাচিত করবেন? যদি এমন কিছু হয় তাহলে আমরা আমাদের আওতায় আনার চেষ্টা করব। তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনকারীদের চরিত্র জনসমক্ষে তুলে ধরব।’ অপর এক প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, ‘সামনে নির্বাচন আছে কি না তা বিবেচনা না করে আমরা সততার সঙ্গে কাজ করছি। অবৈধ সম্পদ যাদের আছে তাদের আমরা ধরে আইনের আওতায় নিয়ে আসব।’ দুর্নীতিবাজদের নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়ার বিষয়ে ইসিতে দুদকের সুপারিশ থাকবে কি না—এমন প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, ‘না। সুপারিশ আমাদের থাকবে না। কারণ হচ্ছে, আরপিও অনুসারে যে-কেউ নির্বাচন করতে পারেন। আমাদের কিছু করার নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা স্বপ্রণোদিত হয়ে ইসিকে কিছু বলব না বা সুপারিশ করব না। এটা তাদের বিষয়। সাজাপ্রাপ্তদের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’

সর্বশেষ খবর