শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রার্থী না হলেও রাজনীতিতে থাকছেন সুষমা

নয়াদিল্লি প্রতিনিধি

প্রার্থী না হলেও রাজনীতিতে থাকছেন সুষমা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন তিনি সক্রিয় রাজনীতি থেকে আদৌ অবসর নিচ্ছেন না। এর আগে তিনি ঘোষণা করেন যে তিনি আসন্ন লোকসভা (সংসদ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এর পর থেকেই জল্পনা হয়, সুষমা রাজনীতি থেকে অবসর নেবেন। এমনকি সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছিলেন, ‘সুষমা বুঝতে পারছেন যে বিজেপির হয়ে নির্বাচনে জেতা সম্ভব নয়, তাই সরে দাঁড়াচ্ছেন। সেই জল্পনা উড়িয়ে দিয়ে সুষমা এক টুইট বার্তায় বলেন, ‘আমি শারীরিক কারণে লোকসভা নির্বাচনে প্রার্থী হব না। তবে রাজনীতিতে আছি।’ ভারতের কেউ জনতার ভোটে সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য না হলেও উচ্চকক্ষ রাজ্যসভায় সদস্য হতে পারেন। ভারতের প্রাদেশিক বিধানসভার বিধায়করা কোটা অনুযায়ী রাজ্যসভার সদস্য নির্বাচন করতে পারেন। ভারতের তিন সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, ইন্দর কুমার গুজরাল ও মনমোহন সিং রাজ্যসভার সদস্য হয়েই প্রধানমন্ত্রী হন। তারা লোকসভার সদস্য ছিলেন না।

সর্বশেষ খবর