মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কূটনীতিকদের সঙ্গে বি. চৌধুরীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের পরিবেশ বিষয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প ধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারিধারায় বি. চৌধুরীর বাসায় চীনের কূটনীতিকদের সঙ্গে প্রথম বৈঠক হয়।

এরপর বৈঠকে অংশগ্রহণ করেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ফ্রান্স এবং সর্বশেষ জার্মানির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে কূটনীতিকদের সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকদের তুলে ধরেন দলের প্রেসেডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের পরিবেশে সন্তুষ্ট নয় বিকল্পধারা। বিদেশি ও দেশীয় পর্যবেক্ষকদের স্বাধীনভাবে কাজ করার বিষয়ে কোনো দ্বিমত নেই। শুধু ভোটের দু-তিন দিন নয় আরও কিছুদিন আগে থেকে পর্যবেক্ষকদের মাঠে থাকা উচিত বলে তাদের জানিয়েছেন বি. চৌধুরী। বি. চৌধুরীর এমন কথার পরিপেক্ষিতে যুক্তরাষ্ট্রে মিশন প্রধান বলেছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র ২০ হাজার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে। পরবর্তী নির্বাচনে তাদের পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংগঠনের প্রতিনিধি দল থাকবে। বি. চৌধুরী বলেন, আশাকরি আগামীতে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি হোক যাতে বিদেশি পর্যবেক্ষকদের আর প্রয়োজন না হয়। বৈঠকে বি. চৌধুরীর সঙ্গে শমসের মবিন চৌধুরী ছাড়াও ছিলেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য এম এম শাহীন, এইচ এম গোলাম রেজা প্রমুখ। চীনের সঙ্গে আলোচনার বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে সবার অংশগ্রহণে নির্বাচন হতে যাচ্ছে দেখে চীন আনন্দিত। এর ফলাফল কী হবে, সেটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে চীনের কোনো বিশেষ মতামত নেই। তাদের একটা নীতি রয়েছে তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বৈঠকে চার সদস্যের চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকার চীনের রাষ্ট্রদূত ঝাং জুও।

সর্বশেষ খবর