বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কালো টাকার ব্যবহার কমাতে ইসির পদক্ষেপ নেওয়া উচিত

রুহুল আমিন রাসেল

কালো টাকার ব্যবহার কমাতে ইসির পদক্ষেপ নেওয়া উচিত

খোন্দকার ইব্রাহিম খালেদ

নির্বাচনে কালো টাকার ব্যবহার ঠেকানো যাবে না— বলে মনে করেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের ভাষ্য, এই কালো টাকা খরচ করার ভালো দিকও আছে। নির্বাচনে অনেক লোকজন জড়িত থাকেন, কিন্তু রাজনীতিতে সেই লোকজন স্বেচ্ছাসেবী হন না। এমনকি দলীয় লোকজনও টাকা ছাড়া কাজ করেন না। সংসদ নির্বাচনে কালো টাকার ব্যবহার প্রসঙ্গে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এবার সংসদ নির্বাচনে একেক জন প্রার্থী ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন— এ কথা সরকারিভাবেই বলা আছে। কিন্তু বাস্তবে একেকজন প্রার্থী কয়েক কোটি টাকা খরচ করেন। এখন নির্বাচন কমিশনের উচিত কালো টাকা ব্যবহারের হার কমানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া। তিনি বলেন, সাদা টাকার পাশাপাশি নির্বাচনে কালো টাকারও প্রয়োজন হয়। কারণ— নির্বাচনে অনেক লোকজন জড়িত থাকেন। তাদের পেছনে অনেক অর্থ খরচ হয়। প্রার্থীরা এই খরচ নির্বাচনের অনেক আগে থেকেই করেন। এর মূল কারণ— আমাদের রাজনীতিতে আগের মতো ব্যাপকহারে আর স্বেচ্ছাসেবী পাওয়া যায় না। এমনকি প্রার্থীর নিজ পার্টির লোকজনও টাকা নিয়েই দলীয় কাজ করেন। খোন্দকার ইব্রাহিম খালেদের মতে, নির্বাচনে কালো টাকা খরচের ভালো দিকও আছে। আমাদের গ্রামীণ জনপদে টাকার প্রচলন বা ব্যবহার বাড়লে, বাণিজ্যও বাড়ে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়। এটা কালো টাকা খরচের একটা সুফল। আবার কালো টাকা দেশে খরচ না হলে বিদেশে চলে যায়। ফলে এটা দেশের বাইরে কালো টাকা চলে যাওয়া ঠেকানোর একটা পথ হিসেবেও দেখা যেতে পারে। তাই নির্বাচনে কালো টাকার ব্যবহার অপেক্ষাকৃত ভালো।

সর্বশেষ খবর